ভারতে লঞ্চ হল Vivo Y400 Pro 5G স্মার্টফোন, রয়েছে 32MP সেলফি ক্যামেরা, 90W চার্জিং, 5500mAh ব্যাটারি এবং 3D Curved ডিসপ্লে

আজ Vivo ভারতের বাজারে তাদের একটি নতুন ডিভাইস হিসাবে Vivo Y400 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছে। স্টাইলিশ লুক ও দারুণ স্পেসিফিকেশন সহ এই ফোনে 8GB RAM ও MediaTek Dimensity 7300 প্রসেসরের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি এবং দুর্দান্ত ক্যামেরাও যোগ করা হয়েছে। লেটেস্ট Vivo Y400 Pro 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y400 Pro 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – ₹24,999
  • 8GB RAM + 256GB Storage – ₹26,999

ভারতে Vivo Y400 Pro 5G ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 128GB মডেলের দাম 24,999 টাকা এবং 256GB মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে। আগামী 26 জুন থেকে Vivo Y400 Pro 5G ফোনটি Freestyle White, Fest Gold এবং Nebula Purple কালার অপশনে সেল করা হবে।

Vivo Y400 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

  • MediaTek Dimensity 7300
  • 8GB RAM + 256GB Storage
  • 8GB Extended RAM
  • 5,500mAh Battery
  • 90W Fast Charging
  • 32MP Selfie Camera
  • 50MP Dual Rear Camera
  • 6.77″ Dual 3D Curved Display

ডিসপ্লে

Vivo Y400 Pro 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডুয়েল 3D কার্ভড ডিসপ্লে AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট ও 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

Vivo Y400 Pro 5G ফোনটি Android 14 বেসড Funtouch OS 14 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে চারটি 2.0GHz ক্লক স্পীডযুক্ত এবং চারটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোর রয়েছে।

স্টোরেজ

Vivo Y400 Pro 5G ফোনটি ভারতে 8GB RAM সহ পেশ করা হয়েছে। Expandable RAM ফিচার ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজির সঙ্গে সঙ্গে 128GB এবং 256GB UFS 3.1 storage টেকনোলজি দেওয়া হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

Vivo Y400 Pro 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 4 বছর পর্যন্ত Battery Health পাওয়া যাবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও সুরক্ষিত চার্জিঙের জন্য এই ফোনে Smart Charging Engine 2.0 দেওয়া হয়েছে।

Vivo Y400 Pro 5G ফোনের ফিচার

  • ডেইলি টাস্ক থেকে ফটোগ্রাফি পর্যন্ত, সব কাজ আরও সহজ করে তোলার জন্য এতে বিভিন্ন Smart AI ফিচার রয়েছে।
  • এই ফোনে AI SuperLink টেকনোলজি রয়েছে, যা 30% পর্যন্ত সিগন্যাল কভারেজ এবং 45% পর্যন্ত সিগন্যাল স্ট্রেন্থ বাড়াতে সক্ষম।
  • লেটেস্ট Vivo Y400 Pro 5G ফোনটির থিকনেস মাত্র 7.49mm এবং ওজন 182 গ্রাম।
  • ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে Dynamic Light রয়েছে, যা 6 ধরনের আলো দিতে পারে।
  • ভালো অডিও কোয়ালিটির জন্য এই ফোনে অডিও বুস্টার ফিচার সহ Dual Stereo Speaker রয়েছে।
  • হল ও ধুলোর হাত থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP65 রেটিং দেওয়া হয়েছে।
  • কোম্পানি জানিয়েছে এই ফোনে 21 ঘণ্টা পর্যন্ত YouTube video স্ট্রিম করা যাবে।

Vivo Y400 Pro 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Nothing Phone (3a) 24,999 টাকা
Infinix GT 30 Pro 24,999 টাকা
Samsung Galaxy A26 23,999 টাকা

 

  • Nothing Phone (3a): নাথিং ট্রান্সপারেন্ট ডিজাইন, 50MP ফ্রন্ট ক্যামেরা, 50W ফাস্ট চার্জিং ফিচার
  • Infinix GT 30 Pro: Shoulder Trigger ও RGB লাইট সহ গেমিং ডেডিকেটেড ডিজাইন, 108MP ক্যামেরা, 30W ওয়্যারলেস চার্জিং
  • Samsung Galaxy A26: FHD+ Super AMOLED ডিসপ্লে, 4 বছর Android OS আপডেট, Samsung Knox সিকিউরিটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here