এক নজরে দেখে নিন Vivo T3x 5G ফোনের সমস্ত ডিটেইলস

Vivo T3x 5G ফোনে 6.72-ইঞ্চির ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট, 1000nits পীক ব্রাইটনেস,  393 PPI, TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে।

ডিসপ্লে

Vivo T3x 5G ফোনে কোম্পানি Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Adreno GPU রয়েছে। 

প্রসেসর

Vivo T3x 5G ফোনটি 4GB+128GB, 6GB+128GB এবং 8GB+128GB অপশনে পেশ করা হয়েছে। virtual RAM এর মাধ্যমে এই ফোনে 16GB পর্যন্ত RAM পাওয়া যায়।

RAM-স্টোরেজ

Vivo T3x 5G ফোনের ব্যাক প্যানেলে 50MP+2MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ক্যামেরা

Vivo T3x 5G ফোনে কোম্পানি 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh ব্যাটারি যোগ করেছে।

ব্যাটারি-চার্জিং

Vivo T3x 5G ফোনটি লেটেস্ট Android 14 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে।

ওএস

Vivo T3x 5G ফোনে IP64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, 4G, 5G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন ফিচার রয়েছে। ফোনটি ক্রিমসন ব্লিস এবং সেলেস্টিয়াল গ্রীন কালারে সেল করা হবে।

অন্যান্য

Vivo T3x 5G ফোনের 4GB+128GB মডেলের দাম 13,499 টাকা। একইভাবে 6GB+128GB এবং 8GB+128GB মডেলের দাম যথাক্রমে 14,999 ও 16,499 টাকা।

দাম