এখন একসাথে 4টি ফোনে চালাতে পারবেন নিজের Whatsapp, আসতে চলেছে এই অতুলনীয় ফিচার, ঘোষণা করল কোম্পানি

WhatsApp এখন ইন্ডিয়াতে Whatsapp Terms and Privacy Policy এর কারনে বিবাদের সম্মুখীন করছে, কিন্তু এই অস্বীকার ক‍রা যাবে না যে কোম্পানি নিজের ইউজার্সদের ভালো এক্সপেরিয়েন্স এবং সুবিধা দেওয়ার জন্য সময়ে-সময়ে আবশ্যক আর আকর্ষক ফিচার পেশ করেছে। বিগত বছরে অনেক ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ মার্কেটে এসেছে কিন্তু হোয়াটস‍অ্যাপ এর ফ‍্যান ফলোয়িং এগুলোর থেকে সবচেয়ে বেশি। নিজের ইউজার্সদের প্রয়োজন বুঝতে পেরে হোয়াটস‍অ্যাপ জানিয়েছে যে কোম্পানি খুব শীঘ্রই Multi Device Support নিয়ে আসতে চলেছে আর এর সাথেই Disappearing Mode আর View Once ফিচার‌ও Whatsapp এ জুড়তে চলেছে।

এই Whatsapp Features এর তথ্য WABetaInfo ওয়েবসাইট এর মাধ্যমে সামনে এসেছে। এই ওয়েবসাইটটি আপাতত Whatsapp CEO Will Cathcart এর থেকে চ‍্যাটিং এর মাধ্যমে একটি ইন্টারভিউ নিয়েছিল আর এই ইন্টারভিউ এ বিল হোয়াটস‍অ্যাপ এর আসতে চলা ফিচার্সের কথা জানিয়েছেন। ইন্টারভিউ এর সময় কোম্পানির সিইও বলেছে যে হোয়াটস‍অ্যাপ Multi Device Support, Disappearing Mode আর View Once ফিচার আনতে চলেছে আর এই অতুলনীয় ফিচার জলদিই মার্কেটে রোল‌আউট করা হবে। চলুন আগে জেনে নিই এই ফিচার্স গুলি সম্পর্কে।

Whatsapp Multi device Support feature

হোয়াটস‍অ্যাপ এর মাল্টি ডিভাইস সাপোর্ট ফিচারের কথা বলা হলে এই ফিচারটি তাদের কাছে উপহারের থেকে কম হবে না যারা ভাবতেন যে একটি নাম্বার আর একটিই হোয়াটস‍অ্যাপ একাউন্ট একসাথে আলাদা আলাদা ফোনে চালানো যায় যদি। Multi Device Support ফিচারের সাথেই স্বপ্ন সত্যি হয়ে যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউজার্সরা নিজের হোয়াটস‍অ্যাপ একাউন্ট একসাথে 4টি ফোনে এক্টিভ করতে পারবে আর একসাথে চার জায়গায় নিজের হোয়াটস‍অ্যাপ এক্সেস করতে পারবে।

এখনো পর্যন্ত হোয়াটস‍অ্যাপ একাউন্টকে একবারে একটি ফোনে এক্টিভ করা যেতো। যেই অন্য কোনো ফোনে Whatsapp Account লগইন করা হতো তখনই প্রথম ফোনে থাকা একাউন্ট‌টি নিজে থেকেই বন্ধ হয়ে যেতো। কিন্তু এই ফিচারের পরে সেই লোকেদের সহজ হয়ে যাবে যারা একাধিক ফোন রাখে, কিন্তু Whatsapp ম‍্যাসেজ মিস না হ‌ওয়ার জন্য তারা হোয়াটস‍অ্যাপ এর ফোনটি সাথে নিয়ে ঘোরে।

Whatsapp disappearing Mode feature

যদি আপনি Instagram ব‍্যবহার করেন তাহলে ডিস‍্যাপিয়ারিং ফিচার সম্পর্কে ধারনা থাকবে। এই ফিচারে নির্দিষ্ট সময়ের পরে কারো হাথে করা চ‍্যাট নিজে থেকে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ পুরোনো ম‍্যাসেজ বেছে বেছে ডিলিট করার প্রয়োজন নেই, ম‍্যাসেজ নিজে থেকেই চ‍্যাট বক্স থেকে ডিলিট হয়ে যাবে। ঐই ফিচার এখন খুব শীঘ্রই হোয়াটস‍অ্যাপ ইউজার্সরা পাবে।

WhatsApp View Once Feature

হোয়াটস‍অ্যাপ ভিউ ওয়ান্স ফিচার জলদিই রোল‌আউট করার প্রস্তুতি করা হচ্ছে। সামনে আসা নতুন রিপোর্ট অনুযায়ী View Once ইউজার্সরা পাবে আর এই ফিচার Disappearing Mode এর সাথে কাজ করবে। অর্থাৎ ইউজার্সদের যে চ‍্যাট হিস্ট্রি গায়েব হয়ে যাবে, তার আগে যেই ইউজারের ফোনে ম‍্যাসেজ রিসিভ হবে, সেই ব‍্যক্তি ডিস‍্যাপিয়ার হ‌ওয়ার আগে চ‍্যাটে থাকা ফোটো আর ভিডিও দেখতৈ পাবে। হয়তো এই ফিচারে ডাউনলোডের সুবিধা থাকবে না। ফিচারের পুরো ডিটেইল সামনে আসা বাকি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here