জেনে নিন WhatsApp ভিডিও ডাউনলোড করার সহজ উপায়

Highlights

  • WhatsApp বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।
  • WhatsApp এ ইউজাররা টেক্সট ম্যাসেজের পাশাপাশি ভিডিও এবং অডিও কলিংও করতে পারেন।
  • WhatsApp এ স্ট্যাটাস দিয়েও ইউজাররা তাদের ভিডিও এবং মেসেজ শেয়ার করতে পারেন।

সমগ্র বিশ্বে WhatsApp হল সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা যে শুধুমাত্র একে অপরকে টেক্সট করতে পারেন তাই নয়, তারা ফটো, ভিডিও, অডিও এবং ভয়েস কলও করতে পারেন। পাশাপাশি WhatsApp Status এ ফটো, ভিডিও এবং টেক্সট শেয়ার করার অপশনও রয়েছে। অনেকেই WhatsApp এর Status থেকে ভিডিও ডাউনলোড করার উপায় জানেন না। তাই আজকের এই পোস্টে আপনাদের WhatsApp ভিডিও এর WhatsApp এর Status এ দেওয়া ডাউনলোড করার উপায় সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 240W ফাস্ট চার্জিংয়ের সাপোর্টসহ লঞ্চ হল Realme GT Neo5 স্মার্টফোন, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

WhatsApp ভিডিও ডাউনলোড

স্টেপ 1: প্রথমে আপনাকে WhatsApp চ্যাটে যেতে হবে যেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে চান।

স্টেপ 2: এখানে আপনি ভিডিওর নীচে তিনটি ডট দেখতে পাবেন যেখানে আপনি ভিডিওটির সাইজ দেখতে পাবেন। এখানে ক্লিক করে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।

আপনি যদি ইতিমধ্যে ভিডিওটি ডাউনলোড করে থাকেন এবং পুনরায় ডাউনলোড করতে চান তাহলে আপনাকে ভিডিওটি খুলতে হবে এবং ডান পাশে প্রদর্শিত তিনটি ডটে ক্লিক করতে হবে। এখানে আপনি সেভ বাটন ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন। আরও পড়ুন: লঞ্চ হল Vivo Y100 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

WhatsApp Status ভিডিও ডাউনলোড করার উপায়

WhatsApp এর স্ট্যাটাস দেওয়ার ফিচারটি 2017 সালে যোগ করা হয়েছিল। যার মাধ্যমে ইউজাররা ভিডিও, ছবি এবং লেখা শেয়ার করতে পারেন। আপনি যদি শেয়ার করা Status ভিডিও বা আপনার কন্টাক্ট লিস্টের Status এ দেওয়া কোন ভিডিও ডাউনলোড করতে চান তাহলে আপনাদের নিম্নলিখিত স্টেপ গুলি অনুসরণ করতে হবে, যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে Status এ দেওয়া ভিডিও এবং ফটো ডাউনলোড করতে পারবেন।

Files by Google অ্যাপের মাধ্যমে

স্টেপ 1: প্রথমত, আপনাকে আপনার ফোনে Google Play Store থেকে Files By Google অ্যাপটি ডাউনলোড করতে হবে।

স্টেপ 2: এবার আপনাকে এই অ্যাপটি খুলতে হবে। এখানে আপনাকে ডান পাশে প্রদর্শিত মেনু আইকনে ট্যাপ করে সেটিংসে যেতে হবে।

স্টেপ 3: সেটিংসে আপনাকে Show Hidden Files এর সামনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: এবার আপনাকে আপনার ফোনের ফাইল ম্যানেজার খুলতে হবে। এখানে আপনাকে ইন্টারনাল স্টোরেজ এ যেতে হবে। এর পরে আপনাকে হোয়াটসঅ্যাপের ফোল্ডার খুলতে হবে। WhatsApp ফোল্ডারে আপনাকে মিডিয়া নামের ফোল্ডারটি খুলতে হবে।

তারপর আপনাকে Status ফোল্ডারটি খুলতে হবে। এখানে আপনি WhatsApp এর স্ট্যাটাসে থাকা ভিডিও এবং ফটো দেখতে পাবেন। আপনি এখান থেকে অন্য ফোল্ডারে কপি করে পেস্ট করতে পারেন অথবা যাকে ইচ্ছে শেয়ার করতে পারেন। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে ভারতের প্রথম সোলার ইলেকট্রিক গাড়ি, মাত্র 80 পয়সায় চলবে 1 কিলোমিটার

Status Saver অ্যাপ এর মাধ্যমে

স্টেপ 1: স্ট্যাটাসে ভিডিও বা ফটো সেভ করার জন্য আপনাকে আপনার ফোনে থার্ড পার্টি অ্যাপ Status Saverb ইনস্টল করতে হবে।

স্টেপ 2: তারপরে আপনাকে ফোনে এই অ্যাপটি খুলতে হবে এবং কিছু পারমিশন দিতে হবে, তারপর আপনি এই অ্যাপে WhatsApp এর সব Status দেখতে পাবেন।

স্টেপ 3: এর মধ্যে যেই ভিডিও বা ফটোটি আপনি ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে আপনি ডাউনলোড করতে পারেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here