Home খবর লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

Highlights

আগামী মাসে চাইনিজ টেক ব্র্যান্ড শাওমি তাদের 13T ফ্ল্যাগশিপ সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সামনে আসেনি, তবে বিগত কয়েক দিনের মধ্যে ফোনটি সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে সামনে এসেছে। মাই স্মার্ট প্রাইস এবার 13T Pro ফোনটির ডিজাইন শেয়ার করেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি কেমন হবে। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (20 আগস্ট, 2023)

Xiaomi 13T Pro ডিজাইন রেন্ডার (লিক)

Xiaomi 13T Pro এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Xiaomi 13T Pro ফোনটিতে 6.67 ইঞ্চির ক্রিস্টালরেস AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে 144Hz রিফ্রেশরেট এবং 2712 x 1220 রেজউলিউশন থাকতে পারে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী MediaTek Dimensity 9200+ প্রসেসর দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। বাজারে এই ফোনের 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ মডেল সেল করা হবে বলে শোনা যাচ্ছে।
ক্যামেরা: Xiaomi 13T Pro ফোনটির রেন্ডারে Leica লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তবে এতে ক্ত মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে তা জানা যায়নি।
ব্যাটারি: Xiaomi 13T Pro ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OS: Xiaomi 13T Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 স্কিনে কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন