লঞ্চের আগে লিক হল Xiaomi 13T Pro-এর ডিজাইন এবং রেন্ডার, জেনে নিন বিশেষত্ব

Highlights

  • আগামী মাসে লঞ্চ হতে পারে Xiaomi 13T Pro।
  • রেন্ডারে Leica-টিউন ক্যামেরা সেটআপ দেখা গেছে।
  • এই ফোনে Dimensity 9200+ চিপসেট দেওয়া হতে পারে।

আগামী মাসে চাইনিজ টেক ব্র্যান্ড শাওমি তাদের 13T ফ্ল্যাগশিপ সিরিজ পেশ করতে পারে। এই সিরিজে Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সামনে আসেনি, তবে বিগত কয়েক দিনের মধ্যে ফোনটি সার্টিফিকেশন সাইট এবং লিকের মাধ্যমে সামনে এসেছে। মাই স্মার্ট প্রাইস এবার 13T Pro ফোনটির ডিজাইন শেয়ার করেছে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটি কেমন হবে। আরও পড়ুন: আজ ভারতের বিভিন্ন শহরে সোনার দাম (20 আগস্ট, 2023)

Xiaomi 13T Pro ডিজাইন রেন্ডার (লিক)

  • নতুন রেন্ডারে Xiaomi 13T Pro ফোনটি প্রকাশ্যে এসেছে এবং এই ফোনের ডিজাইন সম্প্রতি লঞ্চ করা Redmi K60 Ultra ফোনটির মতো।
  • ছবিতে এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু কালার অপশনে দেখা গেছে।
  • এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটআউট ডিজাইন দেওয়া হবে। এই কাটআউটের মধ্যেই সেলফি ক্যামেরা থাকবে।
  • ফোনটির ব্যাক প্যানেলে Leica-টিউন ক্যামেরা সেটআপ দেখা গেছে। অর্থাৎ এই ফোনে ইউজাররা অসাধারণ ক্যামেরা এক্সপেরিয়েন্স পেতে চলেছেন বলেই ধরে নেওয়া যায়।
  • এই ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে। একইভাবে ফোনের নিচের প্যানেলে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং সিম কার্ড স্লট অবস্থিত।

Xiaomi 13T Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.67″ AMOLED screen
  • MediaTek Dimensity 9200+
  • 16GB RAM + 1TB Storage
  • Triple Rear Camera
  • 5,000mAh battery

ডিসপ্লে: Xiaomi 13T Pro ফোনটিতে 6.67 ইঞ্চির ক্রিস্টালরেস AMOLED ডিসপ্লে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এতে 144Hz রিফ্রেশরেট এবং 2712 x 1220 রেজউলিউশন থাকতে পারে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী MediaTek Dimensity 9200+ প্রসেসর দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। বাজারে এই ফোনের 12GB+256GB, 12GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ মডেল সেল করা হবে বলে শোনা যাচ্ছে।
ক্যামেরা: Xiaomi 13T Pro ফোনটির রেন্ডারে Leica লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। তবে এতে ক্ত মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে তা জানা যায়নি।
ব্যাটারি: Xiaomi 13T Pro ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এর সঙ্গে এই ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
OS: Xiaomi 13T Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 স্কিনে কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here