Xiaomi ভারতে কম দামে লঞ্চ করলো Redmi TV Series এর দুটি মডেল, পাওয়া যাবে অতুলনীয় ফিচার

Xiaomi এর সাব-ব্র‍্যান্ড রেডমি ভারতে Redmi Smart TV এর দুটি 32 ইঞ্চি আর 43 ইঞ্চি মডেলের টিভি লঞ্চ করলো। রেডমির এই দুটি স্মার্ট টিভির রেজল্যুশন যথাক্রমে HD আর Full HD। লেটেস্ট Redmi Smart TV এর ভেরিয়েন্ট DTX Virtual X সাপোর্ট আর Android TV 11 অপারেটিং সিস্টেমে‌র সাথে PatchWall 4 UI এ রান করে। এই TV মডেল Chromecast সাপোর্ট, Google Assistant, ডুয়াল ব‍্যান্ড Wi-Fi (2.4Ghz আয 5Ghz ব‍্যান্ড), Bluetooth v5.0, আর 20W স্পীকারের সাথে পেশ করা হয়েছে। এখানে আমরা আপনাকে Redmi Smart TV এর দাম, স্পেসিফিকেশন্স আয ফিচার সম্পর্কে ডিটেইলে জানাবো।

Redmi Smart TV : দাম

Redmi Smart TV 32- ইঞ্চির দাম 15,999 টাকা আর 43-inch ভেরিয়েন্টের দাম 25,999 টাকা। দুটি Smart TV কে ভারতে Mi.com, Amazon, Mi Home stores আর অন‍্যান‍্য রিটেইল স্টোর থেকে কেনা যাবে। শাওমি আপাতত এই দুটি স্মার্ট টিভির সেল ডেটের ঘোষণা করেনি।

Redmi Smart TV : স্পেসিফিকেশন্স আর ফিচার

Redmi Smart TV কে দুটি স্ক্রিন সাইজ ― 32-inch আর 43-inch এ পেশ করা হয়েছে। Redmi Smart TV 32- ইঞ্চি মডেলের রেজল্যুশন HD আর 43-ইঞ্চি ভেরিয়েন্টে‌র রেজল্যুশন Full HD। দুটি স্মার্ট টিভি Vivid Picture Engine এর সাথে আসে যা ডেপ্থ আর ডিপার কন্ট্রাস্ট অফার করে। এর সাথেই Redmi Smart TV এর দুটি মডেল Android TV 11 অপারেটিং সিস্টেমে আয়োজিত PatchWall 4 UI এ রান করে। এর সাথেই Mi TV এর ফিচার লেটেস্ট Redmi Smart TV তে পাওয়া যাবে, যার মধ্যে IMDb ইন্টিগ্রেশন‌ও আছে।

রেডমির লেটেস্ট Smart TV মডেল Google Assistant সাপোর্ট আর বিল্ট ইন ক্রোমকাস্ট এর সাথে আসে। কানেক্টিভিটি‌র কথা বললে দুটি রেডমি টিভিতে তিনটি HDMI পোর্ট AV পোর্ট, Ethernet পোর্ট, Antenna পোর্ট, 3.5mm অডিও পোর্ট আর দুটি USB 2.0 পোর্ট দেওয়া আছে। রেডমির দুটি টিভিতে 20W এর স্পীকার DTX Virtual X আর Dolby Audio সাপোর্ট দেওয়া আছে। আবার দুটি টিভিতে ― ডুয়াল-ব‍্যান্ড Wi-Fi, Bluetooth v5.0, Quick Wake feature, ইউনিভার্সাল সার্চ মোড, Kids modes, 75+ ফ্রি লাইভ চ‍্যানেল আর ক্রোমকাস্টের সাপোর্ট দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here