শাওমি মি এ1 হল ব্লাস্ট, ঘুমানোর সময় ঘটল দুর্ঘটনা

শাওমিকে চীনের অ্যাপেল বলা হয়। চীনের বাইরেও এই ফোন যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের দিনে দাঁড়িয়ে শাওমি ভারতের এক নাম্বার ব্র‍্যান্ডে পরিণত হয়েছে এবং লো ও মিড বাজেট সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া ফোন শাওমি। বেশি জনপ্রিয়তার সঙ্গে বেশি দায়িত্বশীল‌ও হতে হয় এবং জনগণের ভরসা বজায় রেখে চলতে হয়। কিন্তু এমন এক ঘটনা ঘটেছে যার ফলে শাওমির ওপর থেকে সাধারণ মানুষের ভরসা উঠে যেতে পারে। শাওমির অন‍্যতম হিট স্মার্টফোন মি এ1 এ আগুন লাগার খবর পাওয়া গেছে এবং এর ফলে শাওমির সঙ্গে সঙ্গে স্মার্টফোন ইউজাররাও আতঙ্কিত হয়ে পড়েছে।

শাওমি মি এ1 ফোনে আগুন লাগার কথা জানা গেছে। শাওমির মি ফোরামে এক ইউজার এই ঘটনার অভিযোগ দায়ের করেছেন। মি ফোরামে রিপোর্ট করার সময় ওই ব‍্যাক্তি বলেছেন তার এক বন্ধু মি এ1 স্মার্টফোন ব‍্যবহার করেন। এক রাতে ফোনটি বিছানার পাশে রেখে ঘুমাচ্ছিলেন। ফোনটি চার্জে লাগানো ছিল এবং হঠাৎই এতে আগুন লেগে যায়। ভাগ্য ভালো ছিল যে আগুন আরও বেড়ে ফোনটি ব্লাস্ট হ‌ওয়ার আগেই তার ঘুম ভেঙ্গে যায়।

পোস্ট অনুযায়ী ইউজার মাত্র আট মাস আগে মি এ1 কিনেছিলেন ও এই আট মাসে ওই ব‍্যাক্তিকে ফোন হিট হ‌ওয়া বা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। রাতে ঘুমানোর আগে ইউজার ফোনটি চার্জে লাগান এবং ফোন চার্জ হ‌ওয়ার সময়েই ফোনে আগুন লেগে যায় এবং ব্লাস্ট করে। তিনি দাবি করেছেন তিনি সব সময় ফোনটির আসল চার্জার ব‍্যবহার করেন এবং ওইদিন‌ও তিনি আসল চার্জার ব‍্যবহার করেছিলেন।

শাওমি মি এ1 ইউজার জানিয়েছেন যদি তিনি নিরাপদ দূরত্বে না থাকতেন তবে তিনিও এই দুর্ঘটনার শিকার হতেন। এই দুর্ঘটনার পর এক সপ্তাহ কেটে গেলেও এখনও পর্যন্ত শাওমির পক্ষ থেকে ওই ব‍্যাক্তিকে কোনো যোগাযোগ করা হয়নি বা এই দুর্ঘটনার কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। ঘটনাটি ভারতে না ঘটলেও এদেশের শাওমি ফোন ব‍্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়। এধরনের ঘটনা স্মার্টফোন ইউজারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here