শাওমি ফ্যানদের জন্য গতকালের দিনটি যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। কোম্পানি বিশ্বের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর সহ Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। একইসঙ্গে তাদের পাওয়ারফুল Xiaomi Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেট বাজারে পেশ করেছে। শাওমির এই সমস্ত ডিভাইস চীনে লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে ভারতীয় বাজারেও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শাওমি প্যাডের ডিটেইলস সম্পর্কে।
Xiaomi Pad 7 এবং Pad 7 Pro এর দাম
Xiaomi Pad 7 এর দাম
- 8GB RAM + 128GB – 1999 yuan (অর্থাৎ প্রায় 23,550 টাকা)
- 8GB RAM + 256GB – 2299 yuan (অর্থাৎ প্রায় 27,100 টাকা)
- 12GB RAM + 256GB – 2599 yuan (অর্থাৎ প্রায় 30,600 টাকা)
Xiaomi Pad 7 Pro এর দাম
- 8GB RAM + 128GB – 2499 yuan (অর্থাৎ প্রায় 29,430 টাকা)
- 8GB RAM + 256GB – 2799 yuan (অর্থাৎ প্রায় 32,970 টাকা)
- 12GB RAM + 256GB – 3099 yuan (অর্থাৎ প্রায় 36,500 টাকা)
- 12GB RAM + 512GB – 3499 yuan (অর্থাৎ প্রায় 41,200 টাকা)
Xiaomi Pad 7 ট্যাবলেটের দাম প্রায় 23,500 টাকা থেকে শুরু এবং 30,500 টাকা পর্যন্ত রয়েছে। এতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। Xiaomi Pad 7 Pro ট্যাবলেটির দাম প্রায় 29,500 টাকা থেকে শুরু করে টপ ভেরিয়েন্ট 12GB RAM + 512GB স্টোরেজ অপশন প্রায় 41 হাজার টাকা পর্যন্ত রয়েছে। এই ট্যাবলেট দুটি Black, Green এবং Sky Blue কালার অপশনে সেল করা হচ্ছে।
Xiaomi Pad 7 এবং Pad 7 Pro এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
Xiaomi Pad 7 এবং Pad 7 Pro ট্যাবলেটে 3200 x 2136 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11.2-ইঞ্চির বড়ো 3K ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই এলসিডি স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং Dolby Vision সাপোর্ট করে। এই ট্যাবলেটিতে একটি anti-glare স্ক্রিন রয়েছে এবং এতে AR optical কোটিং করা হয়েছে। এর ফলে তীব্র রোদেও ভালোভাবে দেখা যাবে।
প্রসেসর
Xiaomi Pad 7 ট্যাবলেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7+ Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 732 GPU যোগ করা হয়েছে।
Xiaomi Pad 7 Pro ট্যাবলেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.4Hz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Adreno 750 GPU যোগ করা হয়েছে। এই দুটি ট্যাবলেট Xiaomi HyperOS 2 সহ কাজ করে।
স্টোরেজ
Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একদিকে Pad 7 ট্যাব 12GB RAM + 256GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে Pad 7 Pro ট্যাবটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ডিভাইসে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Xiaomi Pad 7 ট্যাবের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে Xiaomi Pad 7 Pro ট্যাবলেটে রেয়ার প্যানেলে এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে, ফলে PDAF এবং 4K ভিডিও রেকর্ডিং করা যায়।
ভিডিও কলের জন্য দুটি ট্যাবে শক্তিশালী ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। Pad 7 ট্যাবে এফ/2.28 অ্যাপারচারযুক্ত 8MP OV08D ক্যামেরা এবং Pad 7 Pro ট্যাবলেটে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 32MP OV32D ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে 8,850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রত চার্জ করার জন্য Pad 7 ট্যাবে 45W ফাস্ট চার্জিং এবং Pad 7 Pro ট্যাবে 67W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
অন্যান্য ফিচার
Xiaomi Pad 7 এবং Pad 7 Pro দুটি ট্যাবলেটে ডলবি অ্যাটমস সহ 4 স্পিকার এবং ভালো ভিডিও কলের জন্য 4 মাইক্রোফোন দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, USB Type-C 3.2 Gen1 সাপোর্ট করে।