আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হলে আজই আপডেট করুন, জেনে নিন অনলাইনে আপডেট করার সহজ উপায়

Highlights

  • দশ বছর আগে তৈরি করা আধার কার্ড আপডেট করতে হবে।
  • পরিচয় ও ঠিকানা সংক্রান্ত ডকুমেন্ট আপডেট করতে হবে।
  • অনলাইন বা অফলাইনে আধার কার্ড আপডেট করতে পারবেন।

আধার নম্বর প্রদানকারী সংস্থা Unique Identification Authority of India (UIDAI) দশ বছর আগে তৈরি করা আধার কার্ড আপডেট করতে বলেছে। আধার কার্ড হোল্ডাররা যারা গত দশ বছরে তাদের আধার আপডেট করেননি তাদের আধার ডেটাবেস আপডেট করতে বলা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল Xiaomi-এর প্রথম ইলেকট্রিক গাড়ির ছবি, দেখে নিন লুক

UIDAI এর তরফে জানানো হয়েছে যে আধার কার্ড হোল্ডারদের তাদের ডকুমেন্ট যেমন আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ আধার ডাটাবেসে আপলোড করতে হবে। এর জন্য, কার্ডধারীরা myAadhaar পোর্টাল ব্যবহার করতে পারেন। এছাড়াও তারা তাদের নিকটতম আধার কার্ড সেন্টারে গিয়ে অফলাইনে তাদের আধার ডেটাবেস রেকর্ড আপডেট করতে পারবেন।

পরিচয়পত্র ও ঠিকানা আপডেট করতে হবে

UIDAI একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে এমন ভারতীয় নাগরিক যারা দশ বছর আগে আধার কার্ড ইস্যু করেছিল এবং এতদিনে তারা কখনও আধার কার্ড আপডেট করেননি, তাদের UIDAI পোর্টালে গিয়ে তাদের পরিচয় ও ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে। এই প্রসেসটি খুবই সহজ। আধার কার্ডধারীরা তাদের আধার ডেটা অনলাইন বা অফলাইনে আপডেট করতে পারেন। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল OnePlus 11R স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

আধার কার্ডধারীরা তাদের ঠিকানা অনলাইনে আপডেট করতে পারবেন। এর সাথে, আপনি যদি বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট, আইরিস এবং ফটোগ্রাফ) সহ নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নিকটতম আধার সেন্টারে যেতে হবে।

অনলাইনে আধার কার্ড আপডেট করার উপায়

এখানে আপনাদের অনলাইনে আধার কার্ডে পরিচয় এবং ঠিকানা আপডেট করার উপায়গুলি জানানো হল। আরও পড়ুন: 16GB RAM এবং 100W SuperVOOC সহ ভারতে লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

স্টেপ 1 – প্রথমে আধার সেল্ফ আপডেট পোর্টাল uidai.gov.in খুলতে হবে এবং অনলাইনে ঠিকানা আপডেট করার অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ 2 – এখানে আপনাকে আপনার আধার নম্বর বা VID লিখতে হবে।

স্টেপ 3 – সিকিউরিটি কোড দেওয়ার পরে, আপনাকে OTP-এর জন্য রিকোয়েস্ট করতে হবে, যা আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আসবে।

স্টেপ 4 – মোবাইলে আসা OTP ইনপুট করতে হবে।

স্টেপ 5 – এখন আপনাকে আপনার ঠিকানার ডিটেইলস দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে জিজ্ঞেস করা সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে।

স্টেপ 6 – নীচে স্ক্রোল করে আপনাকে এখন একটি অ্যাড্রেস প্রুফ দিতে হবে।এরজন্য ডকুমেন্টের কালার স্ক্যান করা ছবি আপনার কাছে রাখতে হবে এবং আপলোড করতে হবে।

স্টেপ 7 – এখন আপনাকে BPO এ ক্লিক করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার আধার ডেটাবেসে আপডেটের রিকোয়েস্ট জমা হয়ে যাবে। যদি আপনার দেওয়া ডকুমেন্ট গুলি সঠিক হয়, তাহলে এক সপ্তাহের মধ্যে আপনার ঠিকানা আধার ডেটাবেসে আপডেট করা হবে।

আপনি আপনার রেজিস্টার ফোন নম্বর এবং ইমেলে URN নম্বর পাবেন যেখান থেকে আপনি আপনার আপডেটের স্টেটাস চেক করতে পারবেন। আরও পড়ুন: প্রকাশ্যে এল Ranveer Singh এর ফিল্ম সার্কাসের ওটিটি রিলিজ ডেট, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে

নোট: আপনি যদি আপনার সাপোর্ট ডকুমেন্টের স্ক্যান ফাইল আপলোড না করেন তাহলে আপনার আধার কার্ড আপডেট রিকোয়েস্ট গ্রহণ করা হবে না। UIDAI এর তরফে স্পষ্ট জানানো হয়েছে যে আপডেটের রিকোয়েস্ট যাতে প্রত্যাখ্যান না হয় তার জন্য অবশ্যই বৈধ ডকুমেন্ট আপলোড করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here