এই মাসেই ভারতের বাজারে Nothing Phone 3 লঞ্চ হয়েছিল। এটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে দামী এবং শক্তিশালী স্মার্টফোন এবং ফোনটি 79,999 টাকা দামে পেশ করা হয়েছিল। লঞ্চের মাত্র এক মাসের মধ্যে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 10,000 ডিসকাউন্ট জারি করেছে। ব্যাঙ্ক অফার সহ এই নতুন ফোনটি এখন মাত্র 69,999 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির এই অফার ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Nothing Phone 3 ফোনের অফার
| Nothing Phone (3) | লঞ্চ প্রাইস | ব্যাঙ্ক ডিসকাউন্ট | সেলিং প্রাইস |
| 12GB RAM + 256GB Storage | ₹79,999 | ₹10,000 | ₹69,999 |
| 16GB RAM + 512GB Storage | ₹89,999 | ₹10,000 | ₹79,999 |
Nothing Phone (3) ফোনের দামে 10 হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ICICI Bank Credit Card ইউজাররা এই ছাড় উপভোগ করতে পারবেন। শপিং সাইট ফ্লিপকার্টে এই অফার জারি করা হয়েছে। সীমিত সময়ের এই অফার গতকাল অর্থাৎ 24 জুলাই শুরু হয়েছে এবং চলবে আগামী 31 জুলাই পর্যন্ত। ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে।
Nothing Phone (3) ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন 10,000 ছাড় সহ ফোনটি 69,999 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে ফোনটির 16GB RAM এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 89,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। 10 হাজার টাকা ছাড় সহ ফোনটি 79,999 টাকা দামে সেল করা হচ্ছে।
Nothing Phone (3) ফোনের ডিজাইন
কোম্পানি তাদের Nothing Phone (3) ফোনেও ইউনিক ডিজাইন ট্রেন্ড বজায় রেখেছে। এই ফোনটিতে ট্রান্সপ্যারেন্ট ব্যাক ডিজাইন রয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে কোম্পানি three-column grid যোগ করেছে, যা জিওমেট্রিক স্টাইল লুক দেয়। নিচে দেওয়া ছবিতে ফোনটির লুক এবং ডিজাইন দেখা যাচ্ছে।
কোম্পানি এবার তাদের স্টাইল আরও অ্যাডভান্স করে ফোনটিতে Glyph Matrix ব্যাবহার করেছে। এর সঙ্গে ‘রেড রেকর্ডিং লাইট’ দেওয়া হয়েছে, যা গ্লো করার পাশাপাশি বিভিন্ন অ্যানিমেশনও দেখায় এবং ছোট একটি স্ক্রিনের মতো লুক দেয়। কোম্পানি জানিয়েছে এই গ্লিম্ফ ইন্টারফেসে 489 মাইক্রো এলইডি রয়েছে।
এই গ্লিম্ফ ইন্টারফেস Glyph Toys, টর্চ, ক্যামেরা কাউন্টডাউন, বেডটাইম শিডিউল, ভলিউম ইনডিকেটর ও নোটিফিকেশন সহ Flip to Glyph ফিচার সাপোর্ট করে। ফোনটিকে আঘাত থেকে সুরক্ষিত রাখার জন্য স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 7i এবং ব্যাক প্যানেলে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 160.60 x 75.59 x 8.99mm এবং ওজন 218 গ্রাম।
Nothing Phone (3) ফোনের ফিচার
- জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Nothing Phone (3) ফোনে IP68 রেটিং রয়েছে।
- এই ফোনের ক্যামেরা 3x অপটিক্যাল এবং 60x আলট্রা জুম সাপোর্ট করে।
- এই ফোনে 60fps ফ্রেম রেটে 4K Ultra XDR ভিডিও রেকর্ড করা যায়।
- এই ফোনটিতে 15W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
- এই ফোনটি 7.5W রিভার্স ওয়্যার্ড এবং 5W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
- স্টেবল কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 19 5G Bands দেওয়া হয়েছে।
- কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC রয়েছে।
- বিনোদনের জন্ত এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।
Nothing Phone (3) ফোনের স্পেসিফিকেশন
- 6.67” flexible AMOLED Display
- Qualcomm Snapdragon 8S Gen 4
- 16GB RAM + 512GB Storage
- 50MP+50MP+50MP Camera
- 50MP Selfie Camera
- 5,500mAh Battery
- 65W Fast charging
ডিসপ্লে
Nothing Phone (3) ফোনে 1260 x 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট, 1000Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ফ্রিকোয়েন্সি ও 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.89%।
পারফরমেন্স
Nothing Phone (3) ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 4 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 3.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 পারফরমেন্স কোর ও 3.2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 প্রাইম কোরের সঙ্গে 3.21GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Kryo রয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 19,30,244 AnTuTu Score পেয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Nothing Phone (3) ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.68 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.68 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP পেরিস্কোপ লেন্স এবং 114˚ FOV সাপোর্টেড 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
Nothing Phone (3) ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 13 ঘণ্টা 5 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 65W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে ফোনটির ব্যাটারি 1% থেকে 100% চার্জ হতে 50 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনের ব্যাটারি ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টেম
Nothing Phone (3) ফোনটি Android 15 বেসড Nothing OS 3.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 5 বছর ওএস আপডেট এবং 7 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।











