চীনে লঞ্চ হল Redmi Note 13R Pro, রয়েছে 108MP Camera এবং 12GB RAM

Xiaomi গত সেপ্টেম্বর মাসে তাদের রেডমি নোট 13 সিরিজের অধীনে চীনে Redmi Note 13 5G, Note 13 Pro এবং Note 13 Pro+ নামের তিনটি স্মার্টফোন পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে আজ Redmi Note 13R Pro নামের আরেকটি নতুন ফোন পেশ করা হয়েছে। এই নতুন রেডমি ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: JioCinema এখন ছোটদের জন্য আরও আকর্ষণীয়! জেনে নিন বিস্তারিত

Redmi Note 13R Pro এর দাম

চীনের বাজারে Redmi Note 13R Pro ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম রাখা হয়েছে 1999 Yuan। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 23,000 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Midnight Black, Time Blue এবং Morning Light Gold কালারে সেল করা হবে। জানিয়ে রাখি Redmi Note 13R Pro ফোনটি ভারতে POCO X6 Neo নামে পেশ করা হতে পারে।

Redmi Note 13R Pro এর স্পেসিফিকেশন

  • 6.67″ OLED 120Hz Screen
  • MediaTek Dimensity 6080
  • 12GB RAM + 256GB Storage
  • 108MP Rear Camera
  • 16MP Front Camera
  • 33W 5,000mAh Battery

ডিসপ্লে: Redmi Note 13R Pro ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 2160 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1920 পিডব্লিউএম ডিমিং এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Redmi Note 13R Pro ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 12GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 storage ফিচার রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 3x জুমের ক্ষমতাসম্পন্ন 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13R Pro ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 3.5mm জ্যাক, IR blaster, ইউএসবি টাইপ সি পোর্ট, Wi-Fi 5 এবং Bluetooth 5.3 এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here