60MP Selfie এবং 108MP রেয়ার ক্যামেরাসহ ভারতে লঞ্চ হল দুর্দান্ত স্মার্টফোন Infinix Zero 20, পাওয়া যাবে 13GB RAM এর ক্ষমতা

স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স আজ ভারতের বাজারে তাদের প্রোডাক্টের পরিধি আরও বাড়িয়ে দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির অক্স থেকে দেশের মার্কেটে Infinix Zero 20 এবং Infinix Zero Ultra স্মার্টফোন পেশ করা হয়েছে। এর মধ্যে Infinix Zero Ultra ফোনটিতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে, এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। এছাড়া Infinix Zero 20 ফোনটিতে 60MP Selfie, 108MP Rear Camera, MediaTek Helio G99 চিপসেট এবং 45W 5,000mAh Battery দেওয়া হয়েছে। নিচে এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: মাত্র 3166 টাকার কিস্তিতে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Motorola এর এই স্মার্টফোন

Infinix Zero 20 এর স্পেসিফিকেশন

  • 6.7″ FHD+ AMOLED display
  • MediaTek Helio G99 চিপসেট
  • 60MP Selfie Camera
  • 108MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 45W fast charging

নতুন Infinix Zero 20 ফোনটিতে 1080 x 2400 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.7 ইঞ্চির FHD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে।

Infinix Zero 20 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড এক্সওএস 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরযুক্ত এবং 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট রয়েছে। ভারতের মার্কেটে এই ফোনটি 8GB RAM এবং 5GB Virtual RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর ফলে ফোনটিতে মোট 13GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে লো বাজেট Redmi Note 12 Pro 4G স্মার্টফোন, জেনে নিন এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন  

ফটোগ্রাফির জন্য শৌখিন স্মার্টফোন ইউজারদের জন্য Infinix Zero 20 ফোনটি একটি অসাধারণ অপশন হতে চলেছে। এই ফোনটির ফ্রন্ট প্যানেলে Dual LED Flash এর সঙ্গে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর রয়েছে। ফলে এটি একটি দারুণ ভ্লগিং ডিভাইস হয়ে উঠতে পারে। একইভাবে ফোনটির ব্যাক প্যানেলে কোয়াড LED Flash সহ 108MP Ultra Vision Camera + 13MP ultra-wide angle lens + 2MP Macro ক্যামেরা সেন্সর রয়েছে।

Infinix Zero 20 ফোনটি 4G LTE সাপোর্টেড এক্তু ডুয়েল সিম স্মার্টফোন।। এতে 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে অন্যান্য বেসিক কানেক্টিভিটি রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। আরও পড়ুন: ভারতে BGMI ফ্যানরা কি 2.4 Beta আপডেট পাবেন? জেনে নিন বিস্তারিত

Infinix Zero 20 এর দাম

ভারতে Infinix Zero 20 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। আগামী 25 ডিসেম্বর থেকে এই ফোনটি Green Fantasy, Glitter Gold এবং Space Grey কালার অপশনে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here