গত মাসে ভারতে রিয়েলমি তাদের ‘জিটি 7’ সিরিজের realme GT 7 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনটি শক্তিশালী MediaTek Dimensity 9400e প্রসেসর ও 8GB এবং 12GB RAM সহ পেশ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটির 12GB RAM ভেরিয়েন্টের দাম 5 হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme GT 7 ফোনের নতুন দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।
realme GT 7 ফোনে 5 হাজার টাকা অফার
- জানিয়ে রাখি ভারতে realme GT 7 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল।
- ফোনটির 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম 39,999 টাকা রাখা হয়েছিল।
- কোম্পানির পক্ষ থেকে ভ্যানিলা মডেলে 5,000 টাকার অফার দেওয়া হচ্ছে।
- এই রিয়েলমি 5জি ফোনটিতে 3,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফার সমস্ত ভেরিয়েন্টে জারি করা হয়েছে।
- যারা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফোনটি কিনবেন, তাঁরা সমস্ত ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেভিট কার্ডের মাধ্যমে 3 হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন।
- একইসঙ্গে পুরনো ফোনের এক্সচেঞ্জ অফার হিসাবে realme GT 7 ফোনটিতে অতিরিক্ত 2,000 টাকার বেনিফিট পাওয়া যাবে।
- ইউজাররা Exchange Bonus হিসাবে 2 হাজার টাকা পর্যন্ত ফোনের এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট সহ শপিং সাইটের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে। এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য বা রিয়েলমি 5জি ফোনটি কেনার জন্য নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।
realme GT 7 | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট অফার | এফেক্টিভ প্রাইস |
---|---|---|---|
8GB RAM + 256GB Storage | ₹39,999 | ₹3,000 + ₹2,000 | ₹34,999 |
12GB RAM + 256GB Storage | ₹42,999 | ₹3,000 + ₹2,000 | ₹37,999 |
12GB RAM + 512GB Storage | ₹46,999 | ₹3,000 + ₹2,000 | ₹41,999 |
realme GT 7 এর দাম
উপরোক্ত টেবিল অনুযায়ী রিয়েলমি ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। এই ফোনটির 8GB RAM +256GB স্টোরেজ অপশন 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে 12GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 46,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এই রিয়েলমি ফোনটি IceSense Blue, IceSense Black ও Racing Yellow এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।
realme GT 7 ফোনের স্পেসিফিকেশন
- MediaTek Dimensity 9400e
- 12GB RAM + 512GB Storage
- 7,000mAh Battery
- 120W Fast Charge
- 6.78” 120Hz AMOLED Display
- 50MP Triple Rear Camera
- 32MP Selfie Camera
প্রসেসর
Realme GT 7 ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9400ই অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই চিপসেট 2GHz থেকে 3.4GHz ক্লক স্পীডে কাজ করে। আমাদের করা টেস্টে ফোনটির আনটুটু বেঞ্চমার্ক 21,25,733 স্কোর পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Arm Immortalis-G720 জিপিইউ রয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 7 5G ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 16 ঘন্টা 37 মিনিট PC Mark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। চার্জিং স্পীড পরীক্ষার করার সময় দেখা গেছে ফোনের ব্যাটারি 20% থেকে 100% ফুল চার্জ হতে মাত্র 27 মিনিট সময় লাগে।
ডিসপ্লে
এই নতুন রিয়েলমি 5জি ফোনটিতে 2780 × 1264 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট, 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 6000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme GT 7 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল IMX906 প্রাইমারি সেন্সর, এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Telephoto লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
realme GT 7 এর ফিচার
- কানেক্টিভিটির জন্য realme GT 7 ফোনটিতে Wi-Fi 7 ও Bluetooth 5.4 সহ 360° NFC দেওয়া হয়েছে।
- এই ফোনটি Android 15 এবং realme UI 6.0 ও AI ফিচার সহ পেশ করা হয়েছিল।
- realme GT 7 ফোনটিতে 16 5G Bands সাপোর্ট করে, ফলে যে কোনো নেটওয়ার্ক দুর্দান্ত উপভোগ করা যাবে।
- এই ফোনটিতে 120fps স্পীডে 4K স্লো মোশান ভিডিও রেকর্ডিং করা যায়। অন্যদিকে 4K 60fps Dolby Vision সাপোর্ট করে।
- realme GT 7 ফোনটির সাহায্যে জলের গভীরেও ফটো তোলা যাবে। এই ফোনটিতে 4K 60fps Underwater Mode রয়েছে।
realme GT 7 ফোনের প্রতিদ্বন্দ্বী
স্মার্টফোন | লঞ্চ প্রাইস |
---|---|
OnePlus 13R | 42,999 টাকা |
Samsung Galaxy A56 | 41,999 টাকা |
iQOO Neo 10 | 40,999 টাকা |
- OnePlus 13R: Snapdragon 8 Gen 3 প্রসেসর, 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার, 6000mAh ব্যাটারি
- iQOO Neo 10: 144Hz ডিসপ্লে, 16GB RAM, Supercomputing Chip Q1 সহ শক্তিশালী মোবাইল গেমিং
- Samsung Galaxy A56: One UI 7 কাস্টম স্কিন, দুর্দান্ত ক্যামেরা