Vivo V40e vs OnePlus Nord 4 : দেখে নিন ব্যাটারির তুলনায় কোন ফোনটি এগিয়ে

যারা একটি নতুন স্মার্টফোন কিনতে চাইছেন এবং Vivo V40e ও OnePlus Nord 4 ফোনদুটির একই ক্যাপাসিটির ব্যাটারি থাকার কারণে কনফিউজ হচ্ছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষভাবে উপযোগী হতে চলেছে। এই পোস্টে দুটি ফোনের বেঞ্চমার্কিং এবং রিয়েল লাইফ টেস্ট লাইফ রেজাল্ট শেয়ার করা হল। এই ফোনদুটির দাম 30,000 টাকার মধ্যে এবং দুটি ফোনেই 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Vivo V40e ফোনটির দাম শুরু হয় 28,999 টাকা থেকে এবং Nord 4 ফোনের বেস মডেলের দাম 29,999 টাকা। আমরা এই ফোনদুটির চার্জিং টেস্টও করেছি। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন ফোনটির ব্যাটারি সেগমেন্ট বেশি শক্তিশালী।

পিসিমার্ক ব্যাটারি টেস্ট

পিসিমার্ক ব্যাটারি টেস্টে OnePlus Nord 4 ফোনটি Vivo V40e ফোনের চেয়ে এক ঘন্টা বেশি চলেছে। এই টেস্টে একটি ফোন ততক্ষণ কাজ করে যতক্ষণ না ব্যাটারি 100% থেকে কমে 20% হয়ে যায়। টেস্টের সময় দুটি ফোনের ব্রাইটনেস 80 শতাংশ এবং ভলিউম 50 শতাংশে সেট করা হয়েছিল। টেস্টে OnePlus ফোনটি বেশি স্ক্রিন টাইম দিতে সক্ষম হয়েছে, যা রিয়েল লাইফে বেশি প্রয়োজন।

দুটি ফোনই দারুণ ব্যাটারি অপ্টিমাইজ করা হয়েছে। যার ফলে হাইয়েস্ট সেটিংসেও ফোনদুটি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম।

বিজয়ী: OnePlus Nord 4

ভিডিও স্ট্রিমিং

Vivo V40e OnePlus Nord 4
3 percent 5 percent

 

FHD রেজোলিউশনে 30 মিনিট YouTube স্ট্রিমিং টেস্টে Vivo V40e ফোনের ব্যাটারি OnePlus Nord 4 ফোনটির চেয়ে ভালো পারফর্ম করেছে। দুটি ফোনই 50% ভলিউম এবং ব্রাইটনেস লেভেলে সেট করা হয়। একনাগাড়ে ভিডিও চালালে Vivo ফোনটি প্রায় 16 ঘন্টা চলতে পারবে, অন্যদিকে OnePlus ফোনটি চলবে প্রায় 10 ঘন্টা।

বাস্তবিক প্রয়োগ: যারা ফোনে কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের জন্য এই দুটি ফোনের মধ্যে Vivo V40e ফোনটি বেশি ভালো হবে। কারণ টেস্টিঙে এই ফোনটির ব্যাটারি কম খরচ হয়েছে।

বিজয়ী: Vivo V40e

গেমিং টেস্ট

Vivo V40e OnePlus Nord 4
17 percent 19 percent

 

গেমিং টেস্টে 30 মিনিট BGMI, Call of Duty এবং Real Racing 3 খেলা হয়েছে। এক্ষেত্রে Vivo V40e ফোনের ব্যাটারি OnePlus Nord 4 ফোনটির তুলনায় কম খরচ হয়েছে। নিরপেক্ষ রেজাল্টের জন্য দুটি ফোনের ভলিউম, ব্রাইটনেস, গ্রাফিক্স এবং ফ্রেম রেট একই লেভেলে রাখা হয়েছিল।

বাস্তবিক প্রয়োগ: Vivo V40e ফোনটি হেভি প্রসেসিঙের সময় ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য একটি দারুণ অপশন। এছাড়া টেস্টের সময় দেখা গেছে এই ফোনটির থার্মাল ম্যানেজমেন্টও OnePlus Nord 4 ফোনের তুলনায় ভালো।

বিজয়ী: Vivo V40e

চার্জিং স্পীড

Charging speed Charging time (20-100 percent)
Vivo V40e 80W 42 minutes
OnePlus Nord 4 100W 24 minutes

 

চার্জিং স্পীডের ক্ষেত্রে OnePlus Nord 4 ফোনটি Vivo V40e ফোনের চেয়ে ভালো স্কোর করেছে। 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড OnePlus ফোনটির 20% থেকে 100% চার্জ হতে সময় লেগেছে মাত্র 24 মিনিট। অন্যদিকে Vivo V40e ফোনটি Vivo V40e ফোনটির 80W চার্জার সহ 20% থেকে 100% চার্জ হতে 42 মিনিট সময় লেগেছে। জানিয়ে রাখি দুটি ফোনের বক্সেই চার্জার রয়েছে।

বাস্তবিক প্রয়োগ: OnePlus Nord 4 ফোনটির ফাস্ট চার্জিং ফিচারের দৌলতে ফোনটি কিছুক্ষণের মধ্যেই ফুল চার্জ হয়ে যায়। অন্যদিকে Vivo V40e ফোনটির ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়।

বিজয়ী: OnePlus Nord 4

সিদ্ধান্ত

Vivo V40e এবং OnePlus Nord 4 দুটি ফোনেই 5,500mAh ব্যাটারি থাকা সত্ত্বেও বেশ কিছু পার্থক্য রয়েছে। OnePlus Nord 4 ফোনটি ফাস্ট চার্জিং এবং দীর্ঘ সময় পর্যন্ত স্মার্টফোন ইউজারদের জন্য ভালো অপশন।

অন্যদিকে Vivo V40e ফোনটি ভিডিও স্ট্রিমিং ও গেমিঙের ক্ষেত্রে ভালো পারফর্ম করেছে। তাই ইউজারদের নিজেদের প্রয়োজনের ভিত্তিতে ফোন সিলেক্ট করা উচিৎ। যাদের ফাস্ট চার্জিং ও স্ক্রিন টাইম প্রয়োজন তাদের জন্য OnePlus Nord 4 ভালো অপশন। আবার যারা মিডিয়া ও গেমিং ব্যাবহার করেন তাদের জন্য Vivo V40e ফোনটি বেস্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here