12GB RAM সহ 5G ফোনে 5,000 টাকা ডিসকাউন্ট, পাওয়া যাবে মাত্র 21,999 টাকার বিনিময়ে, জেনে নিন ডিটেইলস

রিয়েলমি তাদের ফ্যানদের জন্য দুর্দান্ত অফার জারি করেছে। কোম্পানির 12GB RAM সহ 5জি স্মার্টফোনটি 5,000 টাকা ডিসকাউন্টে সেল করা হচ্ছে। এই অফার realme P3 Pro ফোনটিতে জারি করা হয়েছে। এই ডিসকাউন্টের পর ফোনের 8GB RAM ভেরিয়েন্টের দাম 20 হাটার টাকার চেয়ে কম হয়ে গেছে। অন্যদিকে টপ ভেরিয়েন্টের দাম 26,999 টাকা থেকে কমে 21,999 টাকা রাখা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme P3 Pro 5G ফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

realme P3 Pro 5G এর অফার

রিয়েলমির পক্ষ থেকে ‘Swipe into Summer’ সেল শুরু হয়েছে। এই সেলের অধীনে realme P3 Pro 5G ফোনটিতে 4 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিসকাউন্ট ফোনের সমস্ত ভেরিয়েন্টে জারি করা হয়েছে, এর ফলে ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম হয়ে গেছে। জানিয়ে রাখি এই অফার 23 মে পর্যন্ত সীমিতসময়ের জন্য জারি করা হয়েছে।

Realme P3 Pro 5G লঞ্চ প্রাইস অফার সেলিং প্রাইস
8GB RAM + 128GB Storage ₹23,999 ₹4,000 ₹19,999
8GB RAM + 256GB Storage ₹24,999 ₹4,000 ₹20,999
12GB RAM + 512GB Storage ₹26,999 ₹4,000 + ₹1,000 ₹21,999

 

অন্যদিকে 5G ফোনের 12GB RAM সহ মডেলটি অতিরিক্ত ডিসকাউন্ট সহ কেনা যাবে। এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট রিয়েলমি ডট ইন এর মাধ্যমে কিনলে, কোম্পানির পক্ষ থেকে 1,000 টাকার কুপন ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্ট কুপন 4 হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে কাজ করবে। অর্থাৎ realme P3 Pro ফোনটির 12GB RAM ভেরিয়েন্টে মোট 5,000 টাকার ডিসকাউন্ট সহ মাত্র 21,999 টাকা দামে সেল করা হচ্ছে।

জানিয়ে রাখি ‘Swipe into Summer’ ক্যাম্পেনের 4,000 টাকার ডিসকাউন্ট কোম্পানির ওয়েবসাইট সহ শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন মার্কেটে রিটেইল স্টোর ও মোবাইল দোকানের মাধ্যমে পাওয়া যাবে। অন্যদিকে শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে 12GB RAM ভেরিয়েন্টে অতিরিক্ত 1,000 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটি কেনার জন্য বা সম্পূর্ণ অফার ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

realme P3 Pro 5G এর স্পেসিফিকেশন

  • 6.83″ 1.5K Quad Curved Display
  • Qualcomm Snapdragon 7s Gen 3
  • 12GB RAM + 256GB Storage
  • 50MP Back Camera
  • 16MP Front Camera
  • 6,000mAh Battery
  • 80W Ultra Charging

ডিজাইন

realme P3 Pro 5G ফোনটিতে কালার চেঞ্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনের Nebula Blue কালার অপশনটি সূর্যের আলোতে আসা মাত্রই কালার চেঞ্জ করবে। কোম্পানির এই ফোনটিকে সেগমেন্টের প্রথম Glow-in-the-dark ডিজাইন ফোন বলে জানিয়েছে এবং এই ফোনটি অন্ধকারে উজ্জ্বল হয়ে ওঠে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য realme P3 Pro 5G ফোনটিতে IP66/68/69 সার্টিফিকেশন রয়েছে। একইভাবে ফোনের বডি মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সহ ডিজাইন করা হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 7.99mm হবে।

ডিসপ্লে

realme P3 Pro ফোনটি 6.83 ইঞ্চির 1.5k ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি কোয়াড কার্ভ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট ও 1500nits আউটপুট সাপোর্ট করে। এই ফোনে wet touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে। এই ফোনে 93.8 শতাংশ স্ক্রিন টু বডি রেশিয় যোগ করা হয়েছে।

প্রসেসর

realme P3 Pro 5G ফোনটি Android 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে ফোনটি আনটুটু স্কোর 8,34,739 পেয়েছে এবং একটি কোম্পানির realme 14 Pro ফোনের থেকেও বেশি। অন্যদিকে গেমিং চলাকালীন ফোনটি ঠাণ্ডা রাখার জন্য 6050mm2 vapour chamber রয়েছে।

স্টোরেজ

ভারতে realme P3 Pro ফোনটি দুটি 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (12+12) পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 128GB ও 256GB স্টোরেজ অপশন দেওয়া হয়েছে। realme P3 Pro ফোনে LPDDR4X RAM + UFS 3.1 storage ফিচার সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য realme P3 Pro ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony IMX896 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য realme P3 Pro ফোনটিতে 16 মেগাপিক্সেল Sony IMX480 ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের করা টেস্টে realme P3 Pro 5G ফোনটি 39 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হতে সময় নিয়েছে।

অন্যান্য ফিচার

realme P3 Pro 5G ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার রয়েছে, এতে AI erase, best face, motion debulr সহ AI Recording summary, AI writer, Google circle to search ও AI reply মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here