আরও স্পেশাল হয়ে উঠবে অ্যান্ড্রয়েড স্মার্টফোন! জেনে নিন অ্যান্ড্রয়েড 14 এর 15টি বিশেষ ফিচার

Google তাদের Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনদুটির মাধ্যমেই বাজারে এসে গেছে অ্যান্ড্রয়েড 14। মার্কেটে প্রথম অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ Pixel 8 ও Pixel 8 Pro ফোনদুটি লঞ্চ করা হয়েছে এবং আগামী দিনে অন্যান্য ফোনেও এই ওএস পাওয়া যাবে। প্রত্যেক বারের মতোই এই বারেও নতুন Android 14 OS বেশ কিছু সুন্দর, অ্যাডভান্স এবং প্রয়োজনীয় ফিচার সহ লঞ্চ করা হয়েছে, এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মাত্র 9999 টাকা দামে ভারতে লঞ্চ হল Oppo A18, রয়েছে 8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি

Android 14 এর ফিচার

  1. ফোনে Android 14 ইন্সতাল করলে ফোনটি একটি ওয়েবক্যামের মতো ব্যাবহার করা যাবে। ইউএসবি কেবলের মাধ্যমে Android Smartphone কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে ফোনটির ক্যামেরা পিসি ওয়েবক্যাম হিসাবে ব্যাবহার করা যাবে।
  2. গুগল নতুন অপারেটিং সিস্টেমে accessibility Data Sensitive যোগ করেছে। এই ফিচার বিভিন্ন অ্যাপকে শুধুমাত্র প্রয়োজনীয় এবং সীমিত অ্যাক্সেসিবিলিটি সার্ভিসেস ব্যাবহারের পারমিশন দেবে।
  3. এতে ফোন ব্যাবহারকারীর পার্সোনাল ডিটেইলস এবং প্লেইন টেক্সট পাসওয়ার্ডের মতো ইউজারের গুরুত্বপূর্ণ ডেটা প্রটেক্ট করা হবে। এর পাশাপাশি ব্যাঙ্কিং ট্রানজংকশন, মানি ট্রান্সফার এবং শপিং অ্যাপ ইউজারদের প্রতি বিশেষ নজর রাখা হবে।
  4. গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা অ্যাপ বা গেমগুলি যাতে সিস্টেম এবং প্রাইভেসি প্রতিশ্রুতি মতোই ব্যাবহার করে সেই বিষয়ে খেয়াল রাখবে Play Protect
  5. মোবাইল ফটোগ্রাফারদের জন্য অ্যান্ড্রয়েড 14 এ Ultra HDR আনা হয়েছে। এই ফিচার ফোনের ক্যামেরার মাধ্যমে তোলা ছবিতে ভাইব্রেন্ট কালার, ব্রাইটার হাইলাইট ও ডিপার শ্যাডোর মতো বিষয়গুলিতে কাজ করবে। এর ফলে ছবি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
  6. মোবাইল ইউজারদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য অ্যান্ড্রয়েড 14 এ Health Connect এর মতো অপশন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফিটনেস ও ওয়েলনেস প্রোগ্রেস ট্র্যাক এবং কন্ট্রোল করার সুবিধা পাওয়া যাবে।
  7. অ্যান্ড্রয়েড 14 প্ল্যাটফর্মে ম্যাগনিফায়ার, ফন্ট সাইজ কুইক সেটিংসের মতো অপশন রয়েছে যা কানে কম শোনা ও চোখে ঝাপসা দেখা ইউজারদের এবং বয়স্কদের জন্য ফোন ব্যাবহার আরও সহজ করে তোলে।
  8. Android 14 এ হিয়ারিং এইড ইউজারদের জন্য নতুন ফিচার যোগ করা হয়েছে। এই ধরনের মানুষদের জন্য ডেডিকেটেড সেটআপ ফ্লো এবং হিয়ারিং এইড কন্ট্রোলের কুইক শর্টকাট অ্যাক্সেসের মতো অপশন দেওয়া হয়েছে।
  9. TalkBack এর মতো অন্যান্য সার্ভিসেস শারীরিকভাবে অক্ষম মোবাইল ইউজারদের অতিরিক্ত সেবা তো দেবেই, এছাড়াও থার্ড পার্টি অ্যাপের হাত থেকে তাদের ডেটা সুরক্ষিতও রাখবে।
  10. ফোনের থীম এবং ট্রানজিশন আকর্ষণীয় হলে ফোন ব্যাবহারের মজা দ্বিগুণ হয়ে যায়। গুগল Android 14 এ গ্রাফিক্স ক্যাপাবিলিটি আরও বাড়িয়েছে। অ্যাপ ওপেন, অ্যাপ সুইচ ও উইজেটস আগের চেয়েও স্মুথ কাজ করবে।
  11. Android 14 এ Artificial Intelligence পর্যন্ত ব্যাবহার করা যাবে। এর মাধ্যমে ফোনে এআই জেনারেটেড ওয়ালপেপার সেট করা যাবে। এছাড়া গোটা ওএস জুড়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থীমও সেট করা যাবে।
  12. নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে লক স্ক্রিনে অ্যাপ শর্টকাট অ্যাক্সেস করা যাবে এবং এতে ফন্ট কালার, লেআউট এবং উইজেটস সহ বেশ কিছু পরিবর্তনও করা যায়।
  13. ফোনের বিভিন্ন অ্যাপে আলাদা আলাদা ভাষা ব্যাবহারের জন্য Per-app language preferences ফিচার রয়েছে। অর্থাৎ এখন থেকে আর গোটা ফোন একটি মাত্র ভাষায় চলবে না।
  14. New back arrow এর সাহায্যে জেসচার ন্যাভিগেশন আগের চেয়ে সহজ করে তোলার চেষ্টা করা হয়েছে। নতুন ওএসে কোনো উইন্ডো থেকে ব্যাক যাওয়ার জন্য ব্ল্যাক অ্যারো দেওয়া হয়েছে।
  15. sharesheets এবং push Dynamic Shortcut এর মতো নতুন অপশনগুলি ফোনের ফাইল অ্যাপের মাধ্যমে শেয়ার করা আরও সহজ করে তুলেছে। এর সঙ্গে ডাইরেক্ট শেয়ারের মতো ফিচার সিঙ্গেল ট্যাপে ফাইল শেয়ার করার সুযোগ দেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here