175 টাকা দামের প্ল্যানে পাওয়া যাবে 15 OTT, 10GB এবং 28 দিন ভ্যালিডিটি

টেলিকম কোম্পানি VI তাদের ইউজারদের জন্য একটি নতুন ডেটা প্ল্যান নিয়ে এসেছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা 175 টাকা দামের প্ল্যানে 10GB ডেটা সহ বিনামূল্যে 15 OTT সাবস্ক্রিপশন পাওয়া যাবে। VI এর এই প্ল্যানটি সেইসব ইউজারদের জন্য যাদের অতিরিক্ত ডেটার প্রয়োজন হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

VI এর 175 টাকা দামের ডেটা প্ল্যানের বেনিফিট

VI এর পক্ষ থেকে 28 দিনের ভ্যালিডিটি সহ 175 টাকা দামের ডেটা প্ল্যান পেশ করা হয়েছে। এই প্ল্যানের অধীনে 10 জিবি ডেটা পাওয়া যাবে।

আমরা আগেই জানিয়েছি এই ডেটা প্ল্যানে 15 অটিটি সার্ভিস সহ জি5, সনি লিভ, হাঙ্গামা, শেমারু, ইউপ্প টিভি, নেক্সজি টিভি, পকেট ফিল্ম, ফ্যানকোড, অতরঙ্গি, ক্লিক, চৌপাল, মনোরমা ম্যাক্স, নামাফ্লিক্স, প্লেফ্লিক্স এবং ডিস্ট্রো টিভির মতো নামগুলি রয়েছে।

একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে 175 টাকার ডেটা প্ল্যান সহ VI মুভি এবং টিভি সুপার প্ল্যান সাবস্ক্রিপশন এবং 400টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করা যাবে।

VI এর 175 টাকা ডেটা প্ল্যানের খামতি

ডেটার দিক থেকে VI এর এই প্ল্যানটি বেশ ভালো হলেও এই প্ল্যানের বেশ কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো VI এর 175 টাকার ডেটা প্ল্যানে শুধুমাত্র একটি অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গেই কাজ করবে। এই প্ল্যানটি স্বাধীনভাবে ব্যবহার করা যায় না। অর্থাৎ এই প্ল্যানটি ব্যবহার করার জন্য ফোনে কোনো কলিং প্যাক বা অ্যাক্টিভ প্ল্যান থাকা প্রয়োজন। এটি শুধুমাত্র একটি অ্যাড-অন প্ল্যান।

এছাড়া এই প্ল্যানে কোনো এসএমএস বা কলের সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানে সিঙ্গেল স্ক্রিন অর্থাৎ যেকোনো একটি স্ক্রিনে OTT বেনিফিট পাওয়া যাবে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি থাকাকালিন OTT সার্ভিসের সুবিধা পাওয়া যাবে।

JIO 175 টাকার ডেটা প্ল্যান Vs Vi 175 টাকার ডেটা প্ল্যান

VI এর 175 টাকার প্ল্যানের মতোই Jio এর কাছেও 175 টাকা দামের একটি প্ল্যান রয়েছে। VI-এর প্ল্যানের মতো সুবিধাগুলি Jio প্ল্যানের মতোই প্রায় রয়েছে। এই প্ল্যানে ইউজাররা 10GB ডেটা এবং এই প্ল্যানটিও 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়েছে।

তবে জিওর 175 টাকা দামের প্ল্যানটি ডেটা জন্য তাই এটি অ্যাক্টিভ কলিং প্ল্যান সহ কাজ করবে।

ওটিটি প্ল্যানের দিক থেকে জিও, ভোডাফোন আইডিয়া অনেকটাই পিছিয়ে রয়েছে। ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে 15টি ওটিটি সার্ভিস পাওয়া যায়। অপরদিকে জিওর ক্ষেত্রে এই সংখ্যা মাত্র 10। এই সার্ভিসগুলির মধ্যে Sony Liv, ZEE5, Jio Cinema Premium, Lionsgate Play, Disney+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal এবং Hoichoi রয়েছে।

তাই বলাই যায় ভোডাফোন আইডিয়ার 175 টাকা দামের ডেটা প্ল্যান জিওর 175 টাকা দামের ডেটা প্ল্যানের চেয়ে বেশি ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here