আবারও হতাশ Airtel ইউজাররা! কোম্পানি বন্ধ করে দিয়েছে 200 টাকার চেয়ে সস্তা এই প্ল্যানটি

আজকের দিনে দাঁড়িয়ে Bharti Airtel দেশের টপ 3 টেলিকম কোম্পানির লিস্টে নিজের স্থান করে নিয়েছে। বর্তমানে Reliance Jio এর পর এয়ারটেলের কাছেই সবচেয়ে বেশি ইউজার বেস রয়েছে। তবে এই কোম্পানি এবার তাদের ইউজারদের বড়সড় ধাক্কা দিয়েছে। এয়ারটেল তাদের 200 টাকার চেয়ে কম দামের সস্তা প্রিপেইড প্ল্যান বন্ধ করে দিয়েছে। কোম্পানির এই পদক্ষেপের প্রভাব তাদের লক্ষ লক্ষ ইউজারদের ওপর পড়বে। কোম্পানির এই প্ল্যানটিতে কি বেনিফিট পাওয়া যেত এবং বর্তমানে এই প্ল্যানটির বিকল্প কোনটি সেই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

এয়ারটেলের 189 টাকা দামের প্রিপেইড প্ল্যানটি একটি ‘ভয়েস অনলি’ প্ল্যান ছিল। এই প্ল্যানটি রিচার্জ করে 21 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। এই প্ল্যানটিতে ইউজারদের দেশের যে কোনো নেটওয়ার্কের লোকাল ও এসটিডি নাম্বারে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হত।

ভয়েস কলের পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 1GB ইন্টারনেট ডেটা দেওয়া হত। প্রয়োজনের মুহূর্তে এই ডেটা যথেষ্ট উপযোগী হয়ে উঠত। যেসব ইউজাররা খুব একটা মোবাইল ডেটা ব্যাবহার করেন না তাদের জন্য এই প্ল্যানটি অন্যতম একটি অপশন ছিল। যারা প্রচুর পরিমাণে ভয়েস কল করেন এবং এই প্ল্যানটি রিচার্জ করতেন তাঁরা যথেষ্ট নিরাশ হয়েছেন এবং সমস্যায় পড়বেন।

এয়ারটেলের 199 টাকা দামের প্ল্যান

কোম্পানির 189 টাকা দামের ভয়েস অনলি প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার পর এয়ারটেলের 199 টাকার প্ল্যানটি এবার ইউজারদের জন্য একটি সস্তা অপশন। 189 টাকা দামের প্ল্যানটি বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে 199 টাকার প্ল্যানটিই 200 টাকার চেয়ে কম দামে কোম্পানির সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান। অর্থাৎ এখন থেকে ইউজারদের কমপক্ষে 10 টাকা বেশি খরচ করতে হবে।

এয়ারটেলের 199 টাকা দামের প্রিপেইড প্ল্যানটিও একটি ভয়েস অনলি প্ল্যান। এই প্ল্যানটিতে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যায়। দেশের যে কোনো নাম্বারে এই কল উপভোগ করা যায়। এই প্ল্যানটির ভ্যালিডিটি 28 দিন। অর্থাৎ 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় এই প্ল্যানটি 10 টাকা বেশি দামী হলেও এই প্ল্যানে 7 দিন বেশি ভ্যালিডিটি উপভোগ করা যায়।

এক্সট্রা ভ্যালিডিটি ছাড়াও 199 টাকার প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে 2GB ডেটা দেওয়া হয়। অর্থাৎ 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় দ্বিগুণ ডেটা। হিসাব করলে দেখা যায় কোম্পানির 189 টাকার প্ল্যানটি রিচার্জ করলে ইউজারদের প্রতিদিন গড়ে 9 টাকা (189 ➗ 21) খরচ পড়ত। সেখানে দাঁড়িয়ে 199 টাকা দামের প্ল্যানটির জন্য গড়ে প্রত্যেক দিন 7.10 টাকা (199 ➗ 28) খরচ করতে হয়। অর্থাৎ এয়ারটেলের 189 টাকা দামের প্ল্যানটির তুলনায় 199 টাকার প্ল্যানটি বেশি সস্তা এবং এতে বেনিফিট‌ও বেশি পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here