টেক কোম্পানি Vivo এই সপ্তাহে ভারত তাদের ‘Y’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বিগত বেশ কয়েক দিন ধরে সমালোচনায় ছেয়ে থাকার পর অবশেষে এবার ব্র্যান্ডের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 20 জুন ভারতে Vivo Y400 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটি #Dreamchasers হ্যাশট্যাগ সহ প্রোমোট করা হয়েছে। এই ফোনটির লিক স্পেসিফিকেশন এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
ভারতে লঞ্চ হবে Vivo Y400 Pro
ভারতে আগামী 20 জুন Vivo Y400 Pro ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টার সময় কোম্পানি অফিসিয়ালি এই ফোনটির দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করবে। প্রসঙ্গত এর আগের ‘Y300‘ সিরিজে কোনো প্রো মডেল পেশ করা হয়নি। তার আহে 2024 সালের মে মাসে Vivo 200 Pro লঞ্চ করা হয়েছিল এবং সেই সময়ে দাঁড়িয়ে এই ফোনটি ব্র্যান্ডের ‘ওয়াই’ সিরিজের সবচেয়ে দামী ফোনে পরিণত হয়েছিল। এই ফোনটির লঞ্চ প্রাইস ছিল 24,999 টাকা। Vivo Y400 Pro ফোনটিও এই একই প্রাইস রেঞ্জে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
Vivo Y400 Pro 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- 6.77″ Curved AMOLED Display
- MediaTek Dimensity 7300
- 50MP Dual Rear Camera
- 32MP Selfie Camera
- 90W Fast Charging
- 5,500mAh Battery
ডিসপ্লে
Vivo Y400 Pro 5G ফোনে 6.77-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে সেগমেন্টের সবচেয়ে স্লিম কার্ভড এজ স্ক্রিন থাকবে এবং এতে এমোলেড প্যানেল যোগ করা হতে পারে। এই স্ক্রিন 4500nits পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।
পারফরমেন্স
Vivo Y400 Pro 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসরে চারটি 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং চারটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A78 কোর রয়েছে।
স্টোরেজ
লিক অনুযায়ী ভারতে Vivo Y400 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনের 8GB RAM + 128GB Storage এবং 8GB RAM + 256GB Storage মডেল অএস করা হতে পারে। এই ফোনে Virtual RAM টেকনোলজিও থাকবে।
ক্যামেরা
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y400 Pro 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। এই সেটআপে 50MPSony IMX882 প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP বোকে লেন্স থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y400 Pro 5G ফোনে 5,500mAh ব্যাটারি থাকতে পারে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
এআই ফিচার
আপকামিং Vivo Y400 Pro 5G ফোনটিতে একাধিক এআই ফিচার যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে AI Transcript Assist, AI Superlink, AI Note Assist, AI Screen Translation, Vivo Live Call Translation, AI Live Text এবং Circle to Search এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার পাওয়া যাবে।