2,000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Xiaomi Redmi Note 7 Pro, জেনে নিন কোথায় কিভাবে পাবেন

বেশ কিছু দিন আগে এই উৎসবের মরশুম উপলক্ষে Amazon ও Flipkart এর মতো শপিং সাইটে সেল আয়োজন করা হয়েছিল। এই সেলে অনেকগুলি ব্র‍্যান্ডের স্মার্টফোন আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্টের সঙ্গে সেল করা হয়েছে। কয়েক মাস আগে ভারতের বেস্ট সেলিং স্মার্টফোন হিসেবে পরিচিতি পাওয়া স্মার্টফোন Xiaomi Redmi Note 7 Pro ও এই সেলের অংশ ছিল এবং প্রাইস কাটের সঙ্গে ফ্লিপকার্টে সেল করা হয়েছিল। এবার Xiaomi তাদের Redmi Note 7 Pro এর দাম কম করে দিয়েছে এবং কোনো সেল ছাড়াও এই ফোন কম দামে কেনা যাবে।

Microsoft নিয়ে এল ব‌ইয়ের মতো ভাঁজ হ‌ওয়া ফোল্ডেবল স্মার্টফোন, সমস‍্যায় পড়বে স‍্যামসাং

কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi Note 7 Pro ফোনটি মি ডট কম এবং শপিং সাইট ফ্লিপকার্টে কম দামে বেচা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে 13,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া Xiaomi Redmi Note 7 Pro এর 4 জিবি র‍্যাম এবং 64 জিবি মেমরি ভেরিয়েন্ট এখন মাত্র 11,999 টাকা দামে বেচা হচ্ছে। এক‌ই ভাবে 15,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া ফোনটির 6 জিবি র‍্যাম এবং 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,999 টাকা এবং 16,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 6 জিবি র‍্যাম এবং 128 জিবি মেমরি ভেরিয়েন্ট মাত্র 14,999 টাকার বিনিময়ে কেনা যাবে। 

ডিজাইন

Xiaomi Redmi Note 7 Pro ফোনটি গ্লাস বডি দিয়ে তৈরি করা হয়েছে যার উভয় প‍্যানেল 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপরের দিকে ছোট “ইউ” শেপের ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে।Xiaomi Redmi Note 7 Pro তে 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটির ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য শাওমি এতে গোরিলা গ্লাস 5 এর প্রটেকশন ব‍্যবহার করেছে। 

Jio এর ধামাকা অফার, মাত্র 699 টাকার বিনিময়ে কিনুন Jio Phone

স্পেসিফিকেশন

এই ফোনের সবচেয়ে বড়ো বিশেষত্ব এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ। এতে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেল Sony IMX586 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের ক‍্যামেরা সেট‌আপ এআই টেকনিকের সঙ্গে পেশ করেছে যা নিজে থেকে লাইট, নয়েস ও ব্রাইটনেস অ্যাডজাস্ট করে সুন্দর ফোটো ক্লিক করতে পারে। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Redmi Note 7 Pro অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস মিইউআই 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 এন‌এম টেকনিকে তৈরি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ আছে। Redmi Note 7 Pro দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

মাত্র 7,999 টাকা দামে 4,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, সরাসরি টক্কর Redmi 8A কে

Redmi Note 7 Pro 4জি ভোএলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এই ফোনে মিউজিকের জন্য 3.5 অডিও জ‍্যাক আছে এবং এক্সটার্নাল ইউএসবি ড্রাইভের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Redmi Note 7 Pro তে কুইক চার্জ সাপোর্টেড 4,000 এম‌এএইচের শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি নেবুলা রেড, নেপচুন ব্লু ও স্পেস ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here