ভিভো তাদের ‘এক্স’ সিরিজের ক্যামেরার জন্য বেশ জনপ্রিয়। একইসঙ্গে X200 সিরিজের অধীনে Vivo X200, X200 Pro এবং X200 FE ফোনগুলি রয়েছে। এবার কোম্পানি তাদের X200 সিরিজের নেক্সট জেনারেশন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 13 অক্টোবর নতুন Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে।
13 অক্টোবর চীনে Vivo X300 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট ঘোষণার সঙ্গে সঙ্গে এই সিরিজের অধীনে Vivo X300 এবং Vivo X300 Pro মডেলদুটি লঞ্চ করা হবে বলেও জানানো হয়েছে। চীনে 13 অক্টোবর সন্ধ্যা 7 টা সময়ে লঞ্চ ইভেন্ট শুরু হতে চলেছে। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী দুপুর 4টা 30 মিনিটে শুরু হবে। ভিভোর অফিসিয়াল চীনের ওয়েবসাইট সহ মাইক্রোব্লগিং সাইটে এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখানো হবে।
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo X300 সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেন্সর Vivo X300 এবং X300 Pro মডেলেই থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনে 200MP Periscope telephoto সেন্সর থাকবে। নতুন ভিভো ফোনের ক্যামেরাতে 4K 60fps সিনেম্যাটিক পোট্রেট ভিডিও শুটিং ফিচার যোগ করা হতে পারে। লিক অনুযায়ী কোম্পানি Vivo X300 Pro মডেলটি ইন-হাউস V3+ ইমেজিং চিপ সহ লঞ্চ করেছে, এটি লো-লাইট কন্ডিশনে ফটোগ্রাফি করতে সক্ষম।
জানিয়ে রাখি কোম্পানি X200 সিরিজের শুধুমাত্র ‘প্রো’ মডেলে 200MP টেলিফটো সেন্সর দেওয়া হয়েছিল। এবারের নন-প্রো অর্থাৎ ভ্যানিলা মডেলে 200 সেন্সর দেওয়া হলে, এটি ইউজারদের জন্য একটি বড় আপগ্রেড হবে। বাজারে উপস্থিত এক্স200 এবং এক্স200 এফই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo X300 সিরিজে কোম্পানির BOE Q10 Plus আই প্রোটেকশন প্যানেল ব্যাবহার করা হবে। এই স্ক্রিন 1নিট লো ব্রাইটনেস সহ 2160Hz PWM ডিমিং এবং DC ডিমিং ফিচার দেওয়া হবে। অন্যদিকে উভয় ফোনই ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি Vivo X300 ফোনটি pink এবং X300 Pro ফোনটি gold কালার অপশনে লঞ্চ করা হবে।
প্রসেসিঙের জন্য Vivo X300 সিরিজ MediaTek Dimensity 9500 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। 22 সেপ্টেম্বর এই প্রসেসর পেশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই অক্টাকোর প্রসেসরে একটি 4.21GHz ক্লক স্পীডযুক্ত Travis কোর, তিনটি 3.50GHz ক্লক স্পীডযুক্ত Alto কোর এবং চারটি 2.7GHz ক্লক স্পীডযুক্ত Gelas কোর রয়েছে।
10 অক্টোবর চীনে Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে, এরপর ভারতীয় বাজারে 2026 সালে পেশ করা হবে। ভারতের বাজারে Vivo X300 ফোনের দাম 60 হাজার থেকে 70 হাজার টাকা রাখা হতে পারে। অন্যদিকে Vivo X300 Pro ফোনটি 90 হাজার থেকে 1 লক্ষ টাকা দামে লঞ্চ করা হতে পারে। এটি মডেলদুটির শুরুর দাম হবে। X300 5G ফোনটিকে iPhone 17 এর পাশাপাশি আপকামিং OnePlus 15 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
একইভাবে Vivo X300 Pro ফোনটি বাজারে উপস্থিত iPhone 17 Pro, Samsung Galaxy S25 Ultra এবং Google Pixel 10 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি চীনে OPPO Find X9 Pro ফোনটি লঞ্চ হতে চলেছে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটিও 1 লক্ষ টাকা বাজেট রেঞ্জে পেশ করা হতে পারে।











