OnePlus কে সরাসরি টক্কর দিতে আসছে POCO F4 5G স্মার্টফোন, এই দিন হবে লঞ্চ

অনেকদিন ধরেই POCO সম্পর্কে খবর ছিল যে কোম্পানি খুব শীঘ্রই ভারতে তাদের নতুন 5G মোবাইল ফোন POCO F4 5G লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে যে আগামী 23 জুন ভারতে Poco F4 5G ফোন লঞ্চ হবে। ভারতীয় মার্কেটের পাশাপাশি, এই ফোনটি আন্তর্জাতিক মার্কেটেও এন্ট্রি নেবে। দুর্দান্ত ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ POCO F4 5G স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 870 চিপসেট থাকবে।

ভারতে এইদিন লঞ্চ হবে POCO F4 5G

POCO কোম্পানি আজ অফিসিয়াল ভাবে জানিয়েছে যে তারা আগামী 23 জুন একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের প্ল্যাটফর্ম থেকে, ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন POCO F4 5G ভারতে লঞ্চ করা হবে। এটি একটি আন্তর্জাতিক ইভেন্ট হবে যা 23শে জুন বিকাল 5:30 টায় শুরু হবে। Poco F4 5G এর লঞ্চ ইভেন্ট Poco India এর অফিসিয়াল ওয়েবসাইট, কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং YouTube চ্যানেলের পাশাপাশি ই-কমার্স সাইট Flipkart-এ লাইভ দেখা যাবে।

POCO F4 5G এর স্পেসিফিকেশন

Poco F4 5G ফোনের প্রোডাক্ট পেজটি শপিং সাইট Flipkart-এ লাইভ করা হয়েছে এবং লঞ্চের আগে থেকেই এই ফোনের অনেক গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন কোম্পানির তরফে জানানো হয়েছে। সেই সব তথ্য অনুযায়ী, POCO F4 5G স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 870 চিপসেটে লঞ্চ হবে। এই মোবাইল ফোনে 12 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে, যা LPDDR5 RAM এবং UFS 3.1 ROM টেকনোলজিতে কাজ করবে।

POCO F4 5G ফোনটিতে LiquidCool 2.0 টেকনোলজি থাকবে, যার 7 লেয়ারের গ্রাফাইট শীট ফোনকে হেভি গেমিং এবং প্রসেসিং এর সময়ও ঠান্ডা রাখবে। এই ফোনে 4র্থ জেনারেশন এর সুপার AMOLED ডিসপ্লে থাকবে যা 1300নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। লিক অনুসারে, এই স্ক্রিনের আকার 6.67 ইঞ্চি হতে পারে, যা Full HD + পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে এবং 120Hz রিফ্রেশ রেট এ কাজ করবে।

Poco F4 5G ফোনে একটি খুব স্টাইলিশ লুকিং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যার প্রাইমারি সেন্সর হবে 64 মেগাপিক্সেল। এতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সও থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই নতুন Poco ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। POCO F4 5G ফোনে একটি 4,520 mAh ব্যাটারি দেওয়া হবে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here