160MP রেয়ার এবং 50MP সেলফি ক্যামেরাসহ শীঘ্রই লঞ্চ হবে শক্তিশালী স্মার্টফোন HONOR 80 Pro 5G

HONOR কোম্পানি আগামী 23 নভেম্বর টেক মার্কেটে তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ HONOR 80 সিরিজ লঞ্চ করতে চলেছে। কোম্পানি এখনও এই সিরিজের অধীনে যুক্ত হতে চলা স্মার্টফোনগুলির নাম জানায়নি, তবে আশা করা হচ্ছে যে 23 নভেম্বর HONOR 80 SE 5G, HONOR 80 5G এবং HONOR 80 Pro 5G স্মার্টফোন গুলি লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের Honor 80 সিরিজের লঞ্চ ডিটেইল জানাবো। পাশাপাশি লিক রিপোর্ট অনুযায়ী Honor 80, Honor 80 SE এবং Honor 80 Pro-এর স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য জানাবো। আরও পড়ুন: 13MP ক্যামেরা সহ Oppo-এর এই ফোনটি পাবেন আগের থেকেও কম দামে, জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

লঞ্চ হবে HONOR 80 সিরিজ

Honor 80 সিরিজ আগামী 23 নভেম্বর লঞ্চ হতে চলেছে। সেইদিন HONOR 80 সিরিজ চীনে লঞ্চ হবে, তারপর এই সিরিজের ফোনগুলি অন্যান্য মার্কেটেও প্রবেশ করতে পারে। উল্লেখযোগ্যভাবে, Honor ব্র্যান্ডটি আজকাল ভারতীয় মার্কেটে খুব একটা এক্টিভ নেই, তাই Honor 80, Honor 80 SE এবং Honor 80 Pro ভারতে লঞ্চ নাও হতে পারে। তবে শক্তিশালী ক্যামেরা স্পেসিফিকেশন সহ আসন্ন Honor 80 সিরিজ 23 নভেম্বর ভারতীয় সময় দুপুর 12 টায় টেক মার্কেটে অফিসিয়াল হয়ে যাবে।

HONOR 80 সিরিজ

Honor 80 সিরিজ সম্পর্কে বলা হচ্ছে যে এই স্মার্টফোন সিরিজে একটি শক্তিশালী ক্যামেরা থাকবে। লিক রিপোর্ট অনুসারে, HONOR 80 Pro 5G সিরিজের সবচেয়ে বড় মডেলটিতে F/1.8 অ্যাপারচার সহ একটি 160-মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হবে। পাশাপাশি এই স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে বলেও জানা গেছে। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল নতুন Vivo স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম  

লিক হওয়া রিপোর্ট অনুয়ায়ী এই সিরিজের বেস মডেল HONOR 80 স্মার্টফোনটি Qualcomm Snapdragon 782G চিপসেটে লঞ্চ হতে পারে। অন্যদিকে HONOR 80 SE স্মার্টফোন MediaTek Dimensity 1080 চিপসেটে লঞ্চ হতে পারে। HONOR 80 Pro স্মার্টফোনটি Qualcomm-এর শক্তিশালী Snapdragon 8+ Gen 1 চিপসেটে লঞ্চ করা যেতে পারে, যা 3.2GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here