বন্ধ হয়ে গেল জিওর 249 টাকা দামের প্ল্যান, এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য খরচ হবে 50 টাকা বেশি

একটা সময় ছিল যখন ফ্রি জিও সিম পাওয়ার জন্য দোকানের সামনে গ্ৰাহকদের লম্বা লাইন দেখা যেত। মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স জিও দারুণভাবে বাজারে এন্ট্রি নিয়েছিল। সেই সময় বিনামূল্যে কল ও ইন্টারনেট পাওয়ার কথা ভাবাই যেত না। আজকের দিনে দাঁড়িয়ে Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির মুকুট জিতে নিয়েছে। তবে প্রায় 9 বছর পেরিয়ে যাওয়ার পর ইউজাররা কোম্পানির ওপর বেশ বিরক্ত।

দামি রিচার্জ প্ল্যানের জন্য শিরোনামে ছেয়ে থাকা রিলায়েন্স জিও এবার এমন এক পদক্ষেপ নিয়েছে যা ইউজারদের বেশ নিরাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের সবচেয়ে সস্তা 1GB/day প্ল্যানটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আর এই প্ল্যানটি রিচার্জ করা যাবে না এবং এই এক‌ই কলিং ও ডেটা বেনিফিট পাওয়ার জন্য বেশি দামি প্ল্যান রিচার্জ করতে হবে।

কোম্পানির পক্ষ থেকে তাদের 249 টাকা দামের প্ল্যানটি ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। এই প্ল্যানটিতে 28 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 1জিবি করে 5G ডেটা পাওয়া যেত। এই প্ল্যানটি কোম্পানির একমাত্র 1জিবি ডেটা সহ এক মাসের (28 দিন) প্ল্যান। এখন থেকে যে কোনো 28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানে ইউজারদের প্রতিদিন কমপক্ষে 1.5GB করে ডেটা কিনতে হবে।

কোম্পানির কাছে 1GB/day ডেটা সহ মাত্র একটি প্ল্যান‌ই রয়েছে এবং এটির দাম 209 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 1GB করে 5G ডেটা পাওয়া যায়, তবে এটির ভ্যালিডিটি মাত্র 22 দিন। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 22GB ডেটা উপভোগ করা যাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 SMS ফ্রি পাওয়া যাবে।

আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম 299 টাকা। এর আগে 249 টাকা দামের প্ল্যানটিই কোম্পানির সবচেয়ে সস্তা 28 দিন ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের স্থান দখল করে ছিল। এখন থেকে 28 দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য ইউজারদের 50 টাকা বেশি খরচ করতে হবে। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 1.5GB করে ডেটা পাওয়া যায়।

এই প্ল্যানে প্রতিদিন 1.5GB হিসাবে মোট 42GB ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিং এবং ডেইলি 100 ফ্রি এসএমএস উপভোগ করা যায়। এছাড়াও কোম্পানির কাছে বিভিন্ন রেঞ্জে অজস্র প্ল্যান রয়েছে।

Airtel এর 1GB/day এবং 28 দিন ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যানের দাম 299 টাকা। সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে এই প্ল্যানে মোট 28GB ডেটা পাওয়া যায়। জিওর সঙ্গে তুলনা করলে দেখা যায় এয়ারটেলের এই প্ল্যানটি বেশি দামি। কারণ এয়ারটেল যেখানে 299 টাকায় প্রতিদিন 1GB ডেটা দিচ্ছে, সেখানে জিওর প্ল্যানে প্রতিদিন 1.5GB করে ডেটা পাওয়া যায়।

Vi অর্থাৎ ভোডাফোন আইডিয়ার 28 দিন ভ্যালিডিটি সহ প্ল্যানটির দাম‌ও 299 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা দেওয়া হয়, অর্থাৎ এই প্ল্যানটিও জিও প্ল্যানটির তুলনায় বেশি দামি। সবদিক বিচার করলে দেখা যায়, ভারতীয় ইউজারদের কাছে অপশনের অভাব রয়েছে, তাই তাদের বাধ্য হয়ে যে কোনো একটি প্ল্যান সিলেক্ট করতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here