6299 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 32-ইঞ্চির Smart TV, বিনামূল্যে পাওয়া যাবে 18 মাসের ওয়ারেন্টি

বর্তমানে 32-ইঞ্চির Smart TV 7 হাজার টাকা চেয়েও কম দামে পায় যাচ্ছে। শপিং সাইট আমাজনের মাধ্যমে এই কম দামে Android TV সেল করা হচ্ছে এবং কোনোরকম ক্রেডিট কার্ড ছাড়াই কেনা যাবে। স্মার্ট টিভি আন্ডার 7,000 হাজার টাকা রেঞ্জে এই Made in India TV একটি ভালো অপশন। এতে 18 মাসের ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই সস্তা 32 ইঞ্চির স্মার্ট টিভির অফার ডিটেইলস সম্পর্কে।

Smart TV এর অফার

  • শপিং সাইট আমাজনের মাধ্যমে 32-ইঞ্চির VW Android Smart TV মাত্র 7,499 টাকা দামে সেল করা হচ্ছে।
  • কোম্পানির পক্ষ থেকে কোনোরকম শর্তাবলী ছাড়াই 500 টাকা কুপন ডিসকাউন্ট দেওয়া হবে, এরপর টিভিটির দাম কমে 6,999 টাকা (7499-500) হবে।
  • যেকোনো ব্যাক্তি এই 32-ইঞ্চির স্মার্ট টিভি 6,999 টাকা দামে কিনতে পারবেন এবং এর জন্য কোনোরকম ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
  • যেসব ইউজাররা ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে টিভি কিনবেন, তারা টিভিতে 10 শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন।
  • 10% ডিসকাউন্ট সহ 699.90 টাকা ছাড় পাওয়া যাবে এবং এরপর Smart TV এর দাম 6,299 টাকা (6999-699.9) হবে।
  • ICICI, Axis, BOB, HSBC বা IDFC First ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 699 টাকা ছাড় পাওয়া যাবে।
  • যেসব ইউজাররা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনতে চান না, তাঁরা Amazon Pay UPI এর মাধ্যমে পেমেন্ট করলে 75 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এই Android TV এর 6,924 টাকা (6999-75) দামে পেয়ে যাবেন।

শপিং সাইট আমাজনের মাধ্যমে 32-ইঞ্চির Smart TV সেল করা হচ্ছে। এই Android TV এর অফার জানার জন্য (এখানে ক্লিক করুন) দেখে নিতে পারবেন। সাধারণত টিভিতে 1 বছর অর্থাৎ 12 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়, কিন্তু এই স্মার্ট টিভিতে 18 মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। একইসঙ্গে ফ্রি ইন্সটলেশন সার্ভিস রয়েছে।

Smart TV এর ফিচার

  • ডিসপ্লে: এই Smart Android TV তে 1366 x 768 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 32 ইঞ্চির HD Ready স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 60 হার্টস রিফ্রেশ রেট, 16.7মিলিয়ন কালার এবং 4000:1 কন্ট্রাস্ট আউটপুট সাপোর্ট করে।
  • টিভি প্যানেল: কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে LED প্যানেল ব্যাবহার করা হয়েছে, এটি IPE Quantum Lucent টেকনোলজি দিয়ে তৈরি। এই স্ক্রিন 178 ডিগ্রী ভিউইং অ্যাঙ্গেল রয়েছে।
  • প্রসেসর: এই 32 ইঞ্চির Smart Android TV Linux OS এবং Coolita 2.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ার্ড কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই টিভিতে ইন্টারনাল RAM ও স্টোরেজ অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করা এবং সহজে কাজ করতে সহায়তা করবে।
  • পোর্ট: এই HD LED TV তে সেটটপ বক্স, ল্যাপটপ এবং গেমিং কনসোলের মতো অন্য ডিভাইস কানেক্ট করার জন্য 2 HDMI এবং 2 USB পোর্ট দেওয়া হয়েছে। টিভিতে 3.5mm হেডফোন জ্যাক এবং AV কেবল সাপোর্ট রয়েছে।
  • সাউন্ড: অসাধারণ মিউজিকের জন্য 32 ইঞ্চির Smart TV তে 20W Surround Sound স্পিকার দেওয়া হয়েছে। এতে ফিল্ম এবং গান শোনার জন্য ইউজাররা আলাদা আলাদা সাউন্ড মোড ব্যাবহার করতে পারবে।
  • ওটিটি: এই স্মার্ট টিভিতে Prime Video, Zee5, Sony LIV, Eros now, Yupp TV, Aaj Tak, plex এবং YouTube এর মতো প্রি ইন্সটল অ্যাপ রয়েছে এবং এইগুলি ডাউনলোড করার প্রয়োজন নেই।
  • ফিচার: এই Smart Android TV তে Miracast ফিচার দেওয়া হয়েছে। Screen Mirroring এর মাধ্যমে নিজেদের স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে এবং এরপর স্মার্টফোনে চালানো কন্টেন্ট সরাসরি 32 ইঞ্চির টিভি স্ক্রিনে দেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here