32MP Selfie Camera সহ বাজারে আসবে Samsung Galaxy A55 5G! লিক হল Exynos 1480 এর তথ্য

আগামী 11 মার্চ ভারতে Samsung Galaxy A55 5G ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনটির সঙ্গে কোম্পানি ভারতে তাদের Samsung Galaxy A35 5G পেশ করবে। কোম্পানির পক্ষ থেকে তাদের আপকামিং ফোন টিজ করা শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। এবার ভারতে লঞ্চের আগেই Samsung Galaxy A55 5G ফোনের ফুল স্পেসিফিকেশন বেলজিয়াম শপিং সাইটের মাধ্যমে লিক হয়ে গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy A55 5G এর লিক ফটো

Samsung Galaxy A55 এর স্পেসিফিকেশন (লিক)

  • স্ক্রিন: স্যামসাং গ্যালাক্সি A55 5জি ফোনে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রিজোলিউশন এবং 4000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: A55 5জি ফোনে প্রসেসিং এর জন্য স্যামসাং এর নিজস্ব 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.7 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত এক্সিনস 1480 অক্টা-কোর প্রসেসর থাকতে পারে।
  • মেমরি: স্যামসাং গ্যালাক্সি A55 5জি ফোনটি একাধিক মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনের সবচেয়ে বড় মডেলে 12জিবি র‍্যাম যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনে 2টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করতে পারে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য স্যামসাং গ্যালাক্সি A55 5জি ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা যোগ করা হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি A55 5জি ফোনটিতে 25ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here