32MP সেলফি ক্যামেরা এবং 6500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo V60 Lite 4G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত 

কোম্পানি Vivo V60 Lite ফোনের কাজ করে চলেছে। ভারতের বাজারে আগামী মাসের মধ্যে ফোনটি লঞ্চ করা হবে। তবে এই ফোনের লঞ্চ ডেট ঘোষণার আগেই V60 Lite 4G ফোনের ডিটেইলস জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে লোয়ার মিড সেগমেন্টে V60 Lite 4G এলটিই মডেল লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। টেক ওয়েবসাইট এক্সপার্টপিকের মাধ্যমে আপকামিং ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক V60 Lite 4G ফোনের ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী V60 Lite 4G ফোনে কার্ভ এজ সহ পিমিয়াম ডিজাইন দেওয়া হবে। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইভাবে ফোনটিতে স্ক্রিন-টু-বডি রেশিও 94.2 শতাংশ থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং FunTouch OS 15 সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 685 অক্টাকোর প্রসেসর থাকবে। এই ফোনটির টপ ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হবে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী সেলফি ও ভিডিও কলের জন্য V60 Lite 4G ফোনে 32 MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।

Vivo V60 Lite 4G ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। লিক অনুযায়ী ফোনটিতে IP65 রেটিং, ডুয়েল স্পিকার এবং 7.59mm থিকনেস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া হবে।

ভারতের বাজারে Vivo V60 Lite 4G ফোনটি লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। যেসব বাজারে এখনও পর্যন্ত 5G Network পরিষেবা চালু হয়নি, কোম্পানির পক্ষ থেকে সেইসব বাজারে ফোনটি লঞ্চ করা হতে পারে। এইসব দেশের ইউজাররা শক্তিশালী ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং দুর্দান্ত ফিচার সহ V60 Lite 4G ফোনটি উপভোগ করতে পারবেন।

যারা মিড বাজেট রেঞ্জে দারুণ 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোন খুঁজছেন, তাদের জন্য realme P4 Pro, Nothing Phone 3a এবং Motorola Edge 60 Pro ফোনের পাশাপাশি রিয়েলমি 15 সিরিজও একটি ভালো অপশন। এই সমস্ত ফোনগুলি 25 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে এবং ফোনগুলির সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here