32MP সেলফি ক্যামেরা এবং 13GB RAM যুক্ত অসাধারণ Oppo F21 Pro ফোনটিকে মাত্র 1780 টাকায় কিনে নিতে পারবেন, ডিটেইলে জেনে নিন ফোনটির অফার

অনলাইন শপিং প্লাটফর্ম Flipkart-এ চলতি দিনে ইলেক্ট্রনিক্স সেল চলছে। ফ্লিপকার্টে এই সেল 23 জুন থেকে 26 জুন পর্যন্ত চলবে। ফ্লিপকার্টের এই সেলে ইলেক্ট্রনিক্স আইটেমের উপর অফার চলছে। যদি আপনি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটি একদম সঠিক সময়। ফ্লিপকার্টের এই সেলে Oppo F21 Pro স্মার্টফোনের উপর ধামকাদার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। Oppo F21 Pro স্মার্টফোনের ওপর HDFC, Axis এবং ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে 1500 টাকার ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। SBI ব্যাংকের ক্রেডিট কার্ডে 2500 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এই আর্টিকেলে Oppo F21 Pro স্মার্টফোনের অফারের সমন্ধে ডিটেলে জানানো হবে।

Oppo F21 Pro-এর অফার

Oppo F21 Pro স্মার্টফোনটি ফ্লিপকার্টে 22,999 টাকায় পাওয়া যাচ্ছে। ব্যাংক ডিসকাউন্টের সাথে Oppo-এর এই ফোনটিকে ফ্লিপকার্টে 21,499 টাকায় কিনতে পাওয়া যাবে। SBI ব্যাংকের ক্রেডিট কার্ডের ডিসকাউন্টের মাধ্যমে এই ফোনটি 20,499 টাকায় কিনতে পাওয়া যাবে। এর সাথে পুরোনো ফোন এক্সচেঞ্জ করেও এই।ফোনটিকে কেনা যাবে। এর সাথে ফ্লিপকার্টে এই ফোন কিনলে আরও কিছু বেনিফিট‌ও পাওয়া যাবে, যেমন তিন মাসের Gaana Plus সাবস্ক্রিপশন, 201 টাকার বিটকয়েন এবং হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন।

ফ্লিপকার্টে Oppo F21 Pro স্মার্টফোনটিকে কিস্তিতেও কেনা যাবে। SBI ব্যাংকের ক্রেডিট কার্ডে এই ফোনটি EMI-এর মাধ্যমে কিনলে গ্রাহকরা 3000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবে। Oppo-এর এই ফোনটিকে 1780 টাকার সহজ কিস্তিতে কেনা যাবে। এর সাথে অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডে EMI-এও এই ফোনটি কেনা যাবে। সম্ভবত অন‍্যান‍্য ব‍্যাঙ্কের কিস্তি একটু বেশী হতে পারে।

Oppo F21 Pro-এর স্পেসিফিকেশন

OPPO F21 Pro স্মার্টফোনে 6.4-ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, এই ডিসপ্লে‌তে পাঞ্চ হোল কোটআউট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রিফ্রেশরেট 90Hz এবং ম্যাক্সিমাম ব্রাইটনেস 600Nits, ডিসপ্লেটি‌কে কর্নিং গোরিলা গ্লাস 5-এর মাধ্যমে প্রোটেক্টেড করা হয়েছে। OPPO F21 Pro স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের প্রাইমারি ক্যামেরা 64MP-এর, এর সাথে 2MP ম‍্যাক্রো লেন্স এবং 2MP-এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Oppo/এর এই ফোনে 32MP RGBW Sony IMX709 সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Oppo-এর এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 680 প্রসেসর সহ Adreno 610 GPU গ্রাফিক্স সাপোর্ট করে। এর সাথে ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর সাথে Oppo-এর এই ফোনটি 5GB RAM এক্সপেনশান এবং মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। Oppo-এর এই ফোনটি Android 12 আধারিত ColorOS 12.1 কাস্টম স্কিনে রান করে।

Oppo-এর এই ফোনে কানেক্টিভিটির জন্য 4G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.1, GPS, GPS, 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে। ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 4,500mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here