যেসব ইউজাররা দীপাবলির মরশুমে নতুন টিভি কেনার কথা ভাবছেন, ফ্রেঞ্চ কোম্পানি Thomson তাদের জন্য একটি দারুণ অফার নিয়ে এসেছে। কোম্পানির 43 ইঞ্চির স্ক্রিন সহ 4K LED Smart Android TV তে 4,750 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই Smart Android TV এর দাম 20,999 টাকা, কিন্তু অফার সহ মাত্র 16,249 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কম দামে স্মার্ট টিভিটি কোথা থেকে কেনা যাবে এবং এই টিভির অফার ডিটেইলস সম্পর্কে।
43-ইঞ্চির 4K Smart TV এর অফার
- শপিং সাইট ফ্লিপকার্টে 20,999 টাকা সহ Thomson 9R PRO টিভিটি অফার সহ সেল করা হচ্ছে।
- দীপাবলি অফার হিসেবে এই স্মার্ট টিভিতে 3,000 টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে।
- এই ছাড় সহ Android TV টিভিটি 17,999 টাকা দামে (20999 -3000) সেল করা হচ্ছে।
- এই 4K Smart TV তে সমস্ত ইউজাররা এই অফারের সুবিধা পাবে এবং এর জন্য কোনো ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের প্রয়োজন হবে না।
- যেসব ইউজাররা SBI Credit Card এর ব্যাবহার করবেন তাঁরা এই টিভিতে এক্সট্রা 1,750 টাকার ছাড় পেয়ে যাবেন।
- এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলে এই টিভিতে 16,249 টাকা (17999-1750) দাম পরবে।
- EMI ছাড়া একেবারে সম্পূর্ণ পেমেন্ট করলে 1,500 টাকা পর্যন্ত ছাড় সহ এই 4K Smart TV 16,499 টাকা (17999-1500) দামে পাওয়া যাবে।
নোট: ইউজাররা SBI Credit Card এর মাধ্যমে No Cost EMI করলে কোনো রকম অতিরিক্ত সুদ দেওয়ার প্রয়োজন নেই। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই Smart Android TV ছাড় সহ কেনা জন্য (এখানে ক্লিক করুন)
4K LED Smart Android TV এর ফিচার
ডিসপ্লে: Thomson 4K Smart Android Google TV তে 3840 x 2160 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 43-ইঞ্চির 4K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিভিতে LED Ultra HD স্ক্রিনে HDR10+ এবং VIVID কালার সাপোর্ট করে।
ওএস: Thomson 4K Smart Android TV তে Google OS দিয়ে তৈরি গুগল অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে।
প্রসেসর: এই Smart Android TV তে 1.4GHz স্পীডযুক্ত Arm Cortex A53 কোয়াড কোর CPU সহ লঞ্চ করা হয়েছে। অসাধারণ গ্রাফিক্সের জন্য এতে Mali 450 GPU রয়েছে। এই টিভিতে 2GB RAM দেওয়া হয়েছে।
পোর্ট: এক্সটার্নাল ডিভাইস যোগ করার জন্য এই টিভিতে 3 HDMI, 2 USB জ্যাক এবং একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে। একইসঙ্গে টিভিতে RF কানেক্টিভিটি রয়েছে।
মিউজিক: জোড়ে গান চালানোর জন্য 4K Android TV তে 40W Speaker দেওয়া হয়েছে। এই টিভিতে 6 Sound Mode রয়েছে এবং এতে সারাউন্ড সাউন্ড কোয়ালিটি সুবিধা পাওয়া যায়।
ওটিটি: এই 4K LED Smart Google TV তে Zee5, Prime Video, Sonyliv, Disney+ hotstar এবং Voot এর মতো অটিটি অ্যাপগুলি প্রিলোডেড রয়েছে, ফলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।










