64MP ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হল iQOO Z7s 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Highlights

  • iQOO Z7s 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়েছে।
  • এই ফোনে Qualcomm-এর Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে।
  • iQOO Z7s 5G স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 18,999 টাকা।

iQOO ভারতে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন iQOO Z7s 5G লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 695 প্রসেসরের সঙ্গে পেশ করা হয়েছে। এর আগে কোম্পানি তাদের iQOO z7 স্মার্টফোনটি MediaTek Dimensity 920 প্রসেসর সহ লঞ্চ করেছিল। iQOO এর লেটেস্ট স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ মার্কেটে লঞ্চ হয়েছে। এই পোস্টে আপনাদের এই স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 24 মে চীনে লঞ্চ হতে পারে OPPO Reno 10 সিরিজ, লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন

iQOO Z7s 5G ফোনের দাম, সেল এবং অফার

iQOO Z7s 5G স্মার্টফোনটি Norwegian Blue এবং Pacific Night কালার অপশনে লঞ্চ করা হয়েছে। 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই ফোনের বেস ভেরিয়েন্টটির দাম 18,999 টাকা। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে 19,999 টাকা দামে পেশ করা হয়েছে।

iQOO এর এই ফোনটি Amazon.in এবং iQOO.com থেকে অনলাইনে কেনা যাবে। ICICI ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এই ফোনটি কিনলে ক্রেতারা 1500 টাকা ডিসকাউন্ট পাবেন।

iQOO Z7s 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে: iQOO Z7s 5G স্মার্টফোনে 6.38-ইঞ্চি (2400×1080 পিক্সেল) ফুল HD+ AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে, যার রিফ্রেশরেট 90Hz, টাচ স্যাম্পলিং রেট 360Hz। এই ফোনের ডিসপ্লে HDR 10+, 1300 নিটস ব্রাইটনেস, Schot Xensation গ্লাস প্রোটেকশন সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

প্রসেসর: iQOO-এর এই লেটেস্ট স্মার্টফোনটি Octa Core Snapdragon 695 8nm চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে। এই প্রসেসরের দুটি কোর 2.2GHz স্পিডে এবং ছয়টি কোর 1.8GHz স্পিডে ক্লক করা হয়। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619L GPU দেওয়া হয়েছে।

RAM এবং স্টোরেজ: iQOO-এর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটিতে 8GB পর্যন্ত LPDDR4x RAM সাপোর্ট করা হয়েছে। এই ফোনটিতে 128GB (UFS 2.2) স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য কোম্পানি 1TB পর্যন্ত একটি microSD কার্ড স্লট দিয়েছে।

অপারেটিং সিস্টেম: iQOO Z7s 5G ফোনটি Android 13 বেসড Funtouch OS 13 এ রান করে। আরও পড়ুন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C53, তার আগেই লিক হল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন

ক্যামেরা: এই ফোনটিতে একটি 64MP রিয়ার ক্যামেরা রয়েছে, যা f/1.79 অ্যাপারচার যুক্ত ISOCELL GW3 সেন্সর সাপোর্ট করে। এই ফোনটিতে একটি 2MP ডেপথ ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক ক্যামেরার সাহায্যে 4K 30fps ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: iQOO Z7s 5G স্মার্টফোনটিতে একটি 4500mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি মাত্র 24 মিনিটের চার্জে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

কানেক্টিভিটি: বেসিক কানেক্টিভিটি ফিচারের জন্য এই ফোনে 5G, Dual 4G VoLTE, Wi-Fi 6 802.11, Bluetooth 5.2, GPS, এবং USB Type-C পোর্ট রয়েছে। আরও পড়ুন: জেনে নিন Google Play Store ID তৈরি করার সহজ পদ্ধতি

অন্যান্য ফিচার: iQOO এর এই ফোনটি IP54 রেটিং সহ পেশ করা হয়েছে যা ফোনটি জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক পাওয়া যাচ্ছে। এই ফোনে সিঙ্গেল বটম স্পিকার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here