এই ওয়েবসাইটে লিস্টেড হল 15 হাজার টাকা দামে Samsung Galaxy A17 4G স্মার্টফোন, দেখে নিন কেমন হবে স্পেসিফিকেশন 

সম্প্রতি ভারতের বাজারে স্যামসাঙ তাদের 18,999 টাকা দামে নতুন Galaxy A17 5G ফোন লঞ্চ করেছে। এবার কেনিয়ার একটি রিটেইলার ওয়েবসাইটে এই ফোনের এলটিই-ওনলি Samsung Galaxy A17 4G মডেল দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। এই স্যামসাঙ ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে না। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A17 4G ফোনের ডিটেইলস সম্পর্কে।

রিটেইলার ওয়েবসাইটে Samsung Galaxy A17 4G ফোনটি 6GB RAM + 128GB স্টোরেজ অপশনে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটির দাম KSH 22,999 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 15,500 টাকার কাছাকাছি। রিটেইলার ওয়েবসাইটে ফোনটি Black, Blue এবং Gray কালার অপশনে দেখা গেছে। জানিয়ে রাখি ভারতে Galaxy A17 5G ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 18999 টাকা, 8GB RAM + 128GB স্টোরেজ অপশন 20499 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশন 23499 টাকা দামে সেল করা হয়।

Samsung Galaxy A17 4G ফোনে 6.7 ইঞ্চির ফুলএইচডি + স্ক্রিন দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ভারতের Galaxy A17 5G মডেলেও একই ডিসপ্লে দেওয়া হয়েছে। অর্থাৎ উভয় মডেলে একরকম ডিসপ্লেয়ে ব্যাবহার করা হয়েছে।

ভারতে Galaxy A17 5G ফোনটি Exynos 1330 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল, অন্যদিকে Samsung Galaxy A17 4G ফোনে মিডিয়াটেকের  Helio G99 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 8-কোর সিপিইউ রয়েছে, যা 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই স্যামসাঙ ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হয়ছে।

সবচেয়ে বড় কথা স্যামসাঙ তাদের ফোনগুলি দীর্ঘমেয়াদী ওএস আপডেট এবং সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করে। কোম্পানি Samsung Galaxy A17 এর 5G এবং 4G উভয় মডেলের ক্ষেত্রেও একই ধারা বজায় রেখেছে। এই ফোনটিতে 6 জেনারেশন ওএস আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

নতুন Samsung Galaxy A17 4G ফোনের ক্যামেরা সেটআপ Galaxy A17 5G ফোনটির মতো রাখা হয়েছে। ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

 

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A17 4G ফোনে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। বর্তমানে কোম্পানিগুলি 6,500এমএএইচ এবং 7,000এমএএইচ ব্যাটারি সহ ফোন লঞ্চ করছে। তাই ব্যাটারির দিক দিয়ে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। এই ব্যাটারি চার্জ করার জন্য 25W চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

আগেই জানিয়েছি Samsung Galaxy A17 4G ফোনটি ভারতে লঞ্চ করা হবে না। তবে 20 হাজার টাকা বাজেট রেঞ্জে Galaxy A17 5G ফোনটি কেনার জন্য এবং সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। এই প্রাইস রেঞ্জে Galaxy A17 5G ফোনটি বাজারে উপস্থিত Redmi Note 14 5G, Moto G86 Power এবং realme Narzo 80 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here