ঘোষণা হল Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ ডেট, কিলার লুক সহ বাজারে আসবে এই স্টাইলিশ স্মার্টফোন

লাভা অফিশিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 5 মার্চ ভারতে তাদের আপকামিং ফোন Lava Blaze Curve 5G লঞ্চ করা হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফোনটি ‘কার্ভড ডিসপ্লে’ সহ মার্কেটে পেশ করা হবে। ফোনের লঞ্চ ডিটেইলসের পাশাপাশি লিকের মাধ্যমে পাওয়া লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।

ভারতে আসছে Lava Blaze Curve 5G

লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনটি আগামী 5 মার্চ ইন্ডিয়ায় লঞ্চ হবে। এই দিন কোম্পানি দুপুর 12টায় একটি অনলাইন ইভেন্টের আয়োজন করছে এবং এই ইভেন্টের মঞ্চেই ফোনটির দাম ও সেল ডিটেইলস ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে। লাভা ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে এই লঞ্চ ইভেন্টটি লাইভ দেখা যাবে। এর পাশাপাশি শপিং সাইট আমাজনেও Lava Blaze Curve 5G ফোনের লঞ্চ লাইভ দেখানো হবে।

Lava Blaze Curve 5G এর দাম (লিক)

সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে লাভা ব্লেজ কার্ভ 5জি ফোনটি ভারতীয় বাজারে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হতে চলেছে। ফোনের বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ থাকতে পারে এর দাম 15,999 টাকা হতে পারে। একইভাবে ফোনটির 256GB স্টোরেজ মডেল 18,999 টাকা দামে পেশ করা হতে পারে। এই স্মার্টফোনটি মার্কেটে 8GB RAM সহ লঞ্চ করা হবে।

Lava Blaze Curve 5G এর ফটো (লিক)

Lava Blaze Curve 5G এর স্পেসিফিকেশন

  • স্ক্রিন: লিক অনুযায়ী Lava Blaze Curve 5G ফোনে এমোলেড প্যানেল সহ স্ক্রিন থাকতে পারে। এই ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশরেটে কাজ করবে বলে জানা গেছে।
  • প্রসেসর: Lava Blaze Curve 5G ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে। টিজার থেকে জানা গেছে এই চিপসেট 5,50,000 AnTuTu স্কোর পেয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই Lava ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Curve 5G ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here