আর কিনবেন না OnePlus 12R, জেনে নিন ফোনটি না কেনার 5টি উল্লেখযোগ্য কারণ

OnePlus 12R ফোনটি 2024 সালের বেস্ট মিড বাজেট স্মার্টফোনের লিস্টে নিজের স্থান করে নিয়েছিল। কম দামে ফ্ল্যাগশিপ ফিচার সহ এই ফোনটি অনেকে কিনেছেন, এমনকি আজকের দিনে দাঁড়িয়েও অনেকেই এই ফোনটি কেনার পরামর্শ দিয়ে থাকেন। কিন্ত আমরা OnePlus 12R ফোনটি না কেনার পরামর্শ দেব। এই ফোনটি কিনলে লোকসান হতে পারে। এই মন্তব্য করার পেছনে পাঁচটি প্রধান কারণ রয়েছে এবং সেগুলি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

আরও পড়ুন: 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oneplus 13R, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

OnePlus 12R ফোনটি না কেনার 5টি কারণ

OnePlus 12R ফোনটি না কেনার সবচেয়ে বড় কারণ হল কোম্পানির নতুন লঞ্চ হওয়া OnePlus 13R স্মার্টফোন। নতুন OnePlus 13R ফোনটি 12R ফোনকে পিছনে ফেলে এগিয়ে গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।

বেশি দাম

OnePlus 12R ফোনটি সম্প্রতি লঞ্চ হওয়া OnePlus 13R ফোনের থেকে বেশি দামি। নতুন ওয়ানপ্লাস 13আর ফোনটি ভারতে 42,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। বর্তমানে ওয়ানপ্লাস 12আর ফোনটির দামও 42,999 টাকা রয়েছে। সবচেয়ে বড় পার্থক্য হল 13R ফোনটির 12GB RAM মডেল 42,999 টাকা দামে 12R ফোনটির 8GB RAM অপশন পাওয়া যাবে। অর্থাৎ ওয়ানপ্লাস 12আর ফোনের দামেই বর্তমানে ওয়ানপ্লাস 13আর ফোনটি কেনা যাবে। তাই একই দামে পুরনো ফোন কেনার কোনো মানে হয় না।

স্লো প্রসেসিং

OnePlus 12R ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 8 Gen 2 অক্টাকোর প্রসেসর সহ কাজ করে। অন্যদিকে নতুন OnePlus 13R ফোনটি Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। একই দামে OnePlus 12R ফোনটি কিনলে নতুন ফোনের তুলনায় স্লো প্রসেসর পাওয়া যাবে। আমাদের করা টেস্টিঙে OnePlus 12R ফোনটির AnTuTu Score 12,40,474 এবং OnePlus 13R ফোনটি AnTuTu 17,09,077 স্কোর পেয়ে এগিয়ে রয়েছে।

Snapdragon 8 Gen 2 প্রসেসরে 2GHz Cortex-A510 কোর, 2.8GHz Cortex-A710 কোর, 2.8GHz Cortex-A715 কোর এবং 3.2GHz Cortex-X3 কোর রয়েছে। অন্যদিকে OnePlus 13R ফোনটির চিপসেটে 2.27GHz Cortex-A520 কোর, 2.96GHz Cortex-A720 কোর, 3.15GHz Cortex-A720 কোর এবং 3.3GHz Cortex-X4 কোর রয়েছে। অর্থাৎ OnePlus 13R ফোনটি ফাস্ট এবং শক্তিশালী প্রসেসর সহ কাজ করে।

ছোট ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 12R ফোনটিতে 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডুয়েল সেল ব্যাটারি ঠিকঠাক কাজ করলেও, তবে এই সময়ে দাঁড়িয়ে এই ফোনটি কিনলে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে।

নতুন OnePlus 13R ফোনটি 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। তাই নতুন ফোনে আগের OnePlus 12R ফোনটির তুলনায় বেশি শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে OnePlus 12R ফোনটি কেনা বোকামি হতে পারে।

ক্যামেরায় খামতি

যদি ইউজারদের প্রশ্ন করা হয় একই দামে তাঁরা 50 মেগাপিক্সেল Telephoto লেন্স নেবে না কি 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, তবে তাদের উত্তর কি হবে? চোখ বুঝে ইউজাররা টেলিফটো লেন্স বেঁছে নেবেন। বর্তমানে দাঁড়িয়ে OnePlus 12R ফোনটি কিনলে আফসোস হবেই। এই ফোনটি 42 হাজার টাকা দামে 8MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স সহ 2MP Macro সেন্সর পাওয়া যায়। অন্যদিকে নতুন OnePlus 13R ফোনটিতে 8MP Ultrawide অ্যাঙ্গেল লেন্স সহ 50MP Telephoto সেন্সর রয়েছে।

জানিয়ে রাখি নতুন OnePlus 12R ফোনটিতে 50 মেগাপিক্সেল IMX890 প্রাইমারি সেন্সর রয়েছে। অন্যদিকে OnePlus 13R ফোনটিতে অ্যাডভান্স 50 মেগাপিক্সেল LYT700 সেন্সর দেওয়া হয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

যেসব ইউজাররা স্মার্টফোনে AI ফিচার ব্যাবহার করতে চাইছেন, তাঁরা OnePlus 12R ফোনটি কেনার পরিবর্তে OnePlus 13R ফোনটির সেল শুরু হওয়ার অপেক্ষা করুন। কোম্পানির পক্ষ থেকে OnePlus 13R ফোনটি AI ফিচার সহ পেশ করা হয়েছে।

OnePlus 13R ফোনটিতে Google Gemini, Circle to Search, PassScan এবং Magic Compose ও Oxygen OS 15 সহ AI Reflection Eraser, AI Unblur এবং AI Detail Boost মতো ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়ানপ্লাস 12আর ফোনটিতে অ্যাডভান্স এআই ফিচার নেই।

13 জানুয়ারী থেকে ভারতে OnePlus 13R ফোনের সেল শুরু হবে। ফোনের 12GB RAM ভেরিয়েন্ট 42,999 টাকা এবং 16GB RAM ভেরিয়েন্ট 49,999 টাকা দামে সেল করা হবে। বর্তমানে দাঁড়িয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা চিন্তা করলে, OnePlus 12R ফোনটির পরিবর্তে কিছু দিন অপেক্ষা করে অ্যাডভান্স এবং শক্তিশালী OnePlus 13R ফোনটি কিনতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here