ভারতের।এমন 5টি ফোন যা অ্যাপেল আইফোন 10কে কপি করেছে

সমস্ত টেক কোম্পানির অ্যাপেল হল অন‍্যতম। অন‍্যান‍্য কোম্পানি যত‌ই অত‍্যাধুনিক স্মার্টফোন নিয়ে আসুক না কেন প্রিমিয়াম স্মার্টফোনের শ্রেণীতে অ্যাপেল আইফোনের সন্মান‌ই আলাদা। এটা প্রায়‌ই দেখা যায় যে অ্যাপেল নতুন কোনো ফিচার বা ডিজাইন নিয়ে আসার পর অন‍্য কোম্পানি সেই সব বৈশিষ্ট‍্য নকল করতে শুরু করে দেয়। গত বছর অ্যাপেলের দশম বর্ষপূর্তি উপলক্ষে আইফোন 10 লঞ্চ করে, যার নচ ডিসপ্লে এবং ভার্টিক‍্যাল রেয়ার ক‍্যামেরা সবচেয়ে উল্লেগযোগ‍্য। আইফোন 10-এর পর নচ ডিসপ্লে এবং ভার্টিক‍্যাল রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের রীতিমত লাইন পড়ে গেছে। সাথে অন‍্যান‍্য ফিচার নকল করে অন‍্যান‍্য কোম্পানি তাদের স্মার্টফোন লঞ্চ করছে। আমরা ভারতে পাওয়া যায় এমন 5টি ফোনের কথা বলব যা অ্যাপেল আইফোনের সস্তা কপি বলা যেতে পারে।

ভিভো ভি9

ভিভো ভি9 ভিভো কোম্পানির ভারতে লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন। ভারতে মার্চ মাসে ফোনটি লঞ্চ হয়। ফোনটির।সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 6.3 ইঞ্চির নচ ডিসপ্লে যা 19:9 আসপেক্ট রেশিও ওয়ালা ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করে। 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 626 চিপসেটে কাজ করে।

এই ফোনটিতেও আইফোন 10-এর মত ভার্টিকাল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে যা 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করে। সেলফির জন‍্য 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা আছে। এর ব‍্যাটারী ব‍্যাক‌আপ 3,260 এম‌এএইচ। ভারতে ফোনটির দাম 22,990 টাকা।

ওপ্পো এফ7

ভিভো ভি9 লঞ্চ করার এক সপ্তাহের মধ‍্যেই টেক কোম্পানি ওপ্পো ভারতীয় বাজারে তাদের নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওপ্পো এফ7 লঞ্চ করে। এর দাম নির্ধারণ করা হয়।21,990 টাকা। ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়। আইফোনের মত এতে 19:9 আসপেক্ট রেশিওওয়ালা 6.23 ইঞ্চির নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়।

ওপ্পো এফ7 অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে মিডিয়াটেক হেলিয়ো পি60 চিপসেটে রান করে। সেলফির জন‍্য এআই টেকনিকযুক্ত 25 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা এবং ব‍্যাক প‍্যানেলে এআই সীন রেকগনেশন ফিচার‌ওয়ালা 16 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলকের সঙ্গে আছে 3,400 এম‌এএইচের ব‍্যাটারী। ওপ্পো এফ7-এর 6 জিবি র‍্যাম মডেলটির দাম রাখা হয়েছে 26,990 টাকা।

হুয়াই পি20

গত মাসে হুয়াই নচ ডিসপ্লে সাপোর্টেড দুটি ফোন লঞ্চ করে পি20 প্রো আর পি20 লাইট। পি20 লখিটের দাম রখখখ হয়েছে 19,999 টাকা। ফোনটিতে গ্লাস বডি এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে 19:9 আসপেক্ট রেশিও যুক্ত 5.84 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে।

হুয়াই পি20 লাইটে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে এবং হাইসিলিকন কিরীন 659 চিপসেটে কাজ করে। ফোটোগ্রাফির জন‍্য 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা ও 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাটকআপের জন‍্য আছে 3,000 এম‌এএইচের ব‍্যাটারী।

ওয়ানপ্লাস 6

টেক কোম্পানি ওয়ানপ্লাস‌ও এই দৌড়ে পিছিয়ে নেই। ওয়ানপ্লাস-এর পরবর্তী স্মার্টফোন আইফোন 10-এর মত নচ ডিসপ্লেযুক্ত। শুধু ডিসপ্লে নয়, বরং রেয়ার ক‍্যামেরাও আইফোন 10-এর মত ভার্টিকাল শেপের। ডিজাইন আইফোনের মত হলেও দাম অর্ধেকের‌ও কম।

শোনা যাচ্ছে 6 জিবি ও 8 ঝিবি র‍্যামসহ ফোনটি লঞ্চ হবে এবং আনুমানিক দাম 39,000 টাকা হতে পারে। অ্যান্ড্রয়েডের সবচেয়ে আধুনিক ভার্সনের সঙ্গে কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 845 রান করবে। ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে ওয়‍্যারলেস চার্জিং- এর মত ফিচার থাকছে। ওয়ানপ্লাস 6-এর জন‍্য আমাজন ইন্ডিয়ায় ওয়েবপেজ বানানো হয়েছে।

অনার 10

হুয়াই-এর সাব ব্র‍্যান্ড অনার‌ও আইফোনের প্রতিযোগী হিসাবে বাজারে নেমে পড়েছে। এই মাসে অনারের পরবর্তী স্মার্টফোন অনার 10 ভারতে লঞ্চ হবে। এতে বেজল লেস ডিসপ্লে আছে যা আইফোনের মত নচ সাপোর্ট করে। অ্যালুমিনিয়াম ফ্রেম ও গ্লাস প‍্যানেলের ফোনটিতে 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে।

অনার 10 অ্যান্ড্রয়েড অরিও এবং কিরীন 970 চিপসেটে রান করে। ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যাম এবং 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ হবে। এতে 20 মেগাপিক্সেল ও 24 য়েগাপিক্সেল রেয়ার ক‍্যামেরা ও 24 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ করা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য থাকছে 3,400 এম‌এ‌এইচ ব‍্যাটারী। অনার 10 ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেলে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here