Tecno লঞ্চ করল নতুন লো বাজেট স্মার্টফোন Spark 20C, জেনে নন স্পেসিফিকেশন

গতকাল টেকনো গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন হিসাবে Tecno Spark 20C লঞ্চ করেছে। এই লো বাজেট ফোনে 50MP Camera, 8GB Extended RAM এবং 5,000mAh Battery এর মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই পোস্টে লেটেস্ট Tecno Spark 20C এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Tecno Spark 20C এর দাম

গ্লোবাল মার্কেটে Tecno Spark 20C ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং বড় ভেরিয়েন্টে 8GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Tecno Spark 20C এর দাম সম্পর্কে জানানো হয়নি, তবে একটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনটির প্রাথমিক দাম $130 অর্থাৎ প্রায় 10,900 টাকা রাখা হতে পারে। এই ফোনটি Gravity Black, Mystery White, Alpenglow Gold এবং Magic Skin কালারে সেল করা হবে।

Tecno Spark 20C এর স্পেসিফিকেশন

  • 6.6” 90Hz Display
  • Mediatek Helio G36
  • 8GB Extended RAM
  • 50MP Rear Camera
  • 8MP Front Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে: Tecno Spark 20C ফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.6 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।

প্রসেসর: Tecno Spark 20C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এর বেস মডেলে 4GB এবং বড় মডেলে 8GB extended RAM ব্যাবহার করা যায়। অর্থাৎ ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে 100% রিসাইকেল ব্যাক কভার ব্যাবহার করা হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়া এই ফোনে Dual Speakers, FM এবং OTG এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here