মাত্র 9999 টাকা দামে লঞ্চ করা হল 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতাসম্পন্ন এই 5G Phone

Highlights

  • ভারতে লঞ্চ হয়েছে LAVA Blaze 2 5G Phone।
  • এটি এই সেগমেন্টের প্রথম Ring Light সহ স্মার্টফোন।
  • RAM Expansion এর মাধ্যমে এই ফোনে 8GB RAM (4GB+4GB) এর ক্ষমতা পাওয়া যায়।

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা আজ ভারতের বাজারে তাদের নতুন 5জি ফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে LAVA Blaze 2 5G লঞ্চ করা হয়েছে। এই লো বাজেট 5জি ফোনের দাম শুরু মাত্র 9,999 টাকা থেকে। 50MP Camera, 6GB RAM এবং 5,000mAh Battery সহ এই সস্তা 5জি ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

LAVA Blaze 2 5G এর দাম

স্টোরেজ ভেরিয়েন্ট দাম
4GB RAM + 64GB Storage ₹9,999
6GB RAM + 128GB Storage ₹10,999

 

বাজারে LAVA Blaze 2 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB মেমরি সহ বেস ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 6GB RAM + 128GB স্টোরেজ সহ LAVA Blaze 2 5G এর টপ মডেল 10,999 টাকা দামে সেল করা হবে। আগামী 9 থেকে এই সস্তা 5জি ফোনটির সেল শুরু হবে।

LAVA Blaze 2 5G স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ 90Hz Screen
  • 50MP Dual Rear Camera
  • MediaTek Dimensity 6020
  • 6GB Extended RAM
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে: এই ফোনে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1600 X 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ডিসপ্লে 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 270 পিপিআই এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: LAVA Blaze 2 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 4GB RAM এবং 6GB RAM সহ দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে RAM Expansion ফিচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির 4GB RAM ভেরিয়েন্টে অতিরিক্ত 4GB virtual RAM এবং 6GB RAM মডেলে অতিরিক্ত 6GB virtual RAM যোগ করা যাবে। এই ফোনটি LPDDR4x RAM এবং UFS 2.2 Memory সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেম: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এটি আউট অফ দা বক্স ভার্সন এবং এতে কোনো ইউআই লেয়ারিং নেই। স্টক অ্যান্ড্রয়েড থাকার কারণে এতে কোনো অপ্রয়োজনীয় অ্যাপ প্রিইনস্টল থাকে না এবং এক্সট্রা ব্লোটওয়্যার সমস্যা হয় না।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Blaze 2 5G ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

সেন্সর এবং সিকিউরিটি: সিকিউরিটির জন্য ফোনটির সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 3.5 এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এই ফোনের ওজন 203 গ্রাম এবং থিকনেস 8.9 এমএম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here