50MP Camera সহ লঞ্চ হল OPPO A77s স্মার্টফোন, পাওয়া যাবে 13GB RAM-এর ক্ষমতা

চাইনিজ টেক কোম্পানি ওপ্পো ভারতের মার্কেটে OPPO A77s নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘এ’ সিরিজের আই নতুন ফোনে 50MP Camera, 8GB RAM, Qualcomm Snapdragon 680 চিপসেট এবং 33W 5000mAh battery এর মতো উল্লেখযোগ্য ফিচার আছে যার দাম 17,999 টাকা। চলুন জেনে নেওয়া যাক OPPO A77s ফোনটির দাম, সেল, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: জেনে নিন PUBG মোবাইল 2.2 আপডেটে Gliding Doll Skill এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য

OPPO A77s এর দাম

ভারতে OPPO A77s ফোনটি একটিমাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। Sunset Orange এবং Starry Black কালার ভেরিয়েন্টে পেশ করা OPPO A77s ফোনটি 17,999 টাকা দামে সেল করা হবে। ব্যাঙ্ক অফারের দৌলতে এই ফোনে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে এবং 6 মাসের নো কস্ট ইএমআই এর সঙ্গে এই ফোনটি কেনা যাবে।

OPPO A77s এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের OPPO A77s ফোনটি 1612 x 720 ​পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনটির স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়াও এই ডিসপ্লে 600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। OPPO A77s ফোনটির স্ক্রিন ওয়াটারড্রপ নচ স্টাইলের এবং এর তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। আরও পড়ুন: 100KM রেঞ্জের সঙ্গে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটি, আগুন ধরার ভয়ও নেই

OPPO A77s ফোনটি কালার ওএস 12.1 বেসড Android অপারেটিং সিস্টেম সহ 2.4 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেটে রান করে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 5GB Virtual RAM সাপোর্ট করে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে মোট 13GB RAM উপভোগ করা যায়। এছাড়া ফোনটির স্টোরেজ মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ফটোগ্রাফির জন্য OPPO A77s ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের মোনো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ লঞ্চ হল Infinix এর এই দুর্দান্ত স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ!

OPPO A77s ফোনটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এমএম জ্যাক এবং বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 33W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here