চীনে লঞ্চ হল সস্তা OPPO A1i স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

হোম মার্কেট চীনে OPPO তাদের ‘এ’ সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনগুলি OPPO A1s এবং OPPO A1i নামে লঞ্চ করা হয়েছে। OPPO A1s ফোনটি সম্পর্কে জানার জন্য এখানে কিল্ক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক A1i ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO A1i এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz Display
  • Mediatek Dimensity 6020
  • 12GB RAM + 256GB Storage
  • 13MP Back Camera
  • 5MP Front Camera
  • 10W 5,000mAh Battery

ডিসপ্লে: OPPO A1i স্মার্টফোনে 6.56 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। এতে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এচডি + রেজোলিউশন ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: Oppo A1i ফোনে প্রসেসিঙের জন্য 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকর প্রসেসর সহ 2.2 গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে। এই ফোনে গ্রাফিক্সের জন্য মালী-জি57 জিপিউ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এই OPPO A1i স্মার্টফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়া ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে। দ্রুত চার্জিঙের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য: Oppo A1i ফোনে ডুয়াল সহ ব্লুটুথ এবং ওয়াই-ফাই এর মতো বেসিক কানেক্টিভিটি দেওয়া হয়েছে। তবে সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

OPPO A1i এর দাম

  • 8GB RAM + 256GB Storage = 1099 Yuan (₹12,500 টাকা)
  • 12GB RAM + 256GB Storage = 1199 Yuan (₹13,900 টাকা)

চীনে OPPO A1i স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM মডেলের দাম 1099 ইউয়ান অর্থাৎ প্রায় 12,500 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির টপ মডেলে 12GB RAM রয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1199 ইউয়ান অর্থাৎ প্রায় 13,900 টাকা। এই ফোনটি চীনে Night Black এবং Phantom Purple কালার অপশনে সেল করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here