10 হাজার টাকা রেঞ্জে লঞ্চ হল সস্তা Moto G04s স্মার্টফোন, পাওয়া যাবে 50MP Camera

সম্প্রতি Motorola তাদের ‘জি’ সিরিজের নতুন Moto G04s স্মার্টফোন পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির লুক এবং স্পেসিফিকেশন সম্পর্কে আগেই জানানো হয়েছিল, আজ Moto G04s ফোনের দামও প্রকাশ্যে এলো। এই মোটোরোলা ফোনটি 10,000 টাকা দামে সস্তা বাজেট রেঞ্জে লঞ্চ করা হয়েছে।

Moto G04s এর স্পেসিফিকেশন

  • 6.56″ HD+ 90Hz Display
  • 50MP Rear Camera
  • 4GB virtual RAM
  • Unisoc T606 processor
  • 4GB RAM + 64GB Storage
  • 15W 5,000mAh battery

ডিসপ্লে: Moto G04s ফোন 6.56 ইঞ্চির 1612 x 720 পিক্সেল রেজোলিউশন ও এচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এতে আইপীএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে এবং 90হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই স্ক্রিনে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফি জন্য Moto G04s ফোনের ব্যাক এবং ফ্রন্ট দুইদিকেই প্যানেলেই সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। রেয়ার ক্যামেরা হিসেবে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে। সেলফি তোলা এবং রিলস বানানোর জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

প্রসেসর: Moto G04s স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 ও মাইউক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে ইউনিসোক টী606 অক্টাকোর প্রসেসর সহ 1.6গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।

মেমরি: Moto G04s ফোন 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 4GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM মিলিয়ে 8GB RAM দেওয়া হয়েছে। ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, এতে মেমরি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের এই ফোনে 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ারফুল ব্যাটারি সাথে এই ফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

অন্যান্য: Moto G04s ফোনটি water-repellent ডিজাইন সহ তৈরি করা হয়েছে। এতে NFC, 3.5mm jack, Bluetooth 5.0, 4G VoLTE, dual SIM এবং Dolby Atmos speaker দেওয়া হয়েছে।

Moto G04s এর দাম

Moto G04s স্মার্টফোনটি জার্মানিতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 4GB RAM + 64GB Storage সাপোর্ট করে। এই ফোনের দাম EUR 119 ভারতীয় টাকার অনুযায়ী প্রায় 10,650 টাকা রাখা হয়েছে। জার্মানিতে Moto G04s ফোন Concord Black, Satin Blue, Sea Green এবং Sunrise Orange চারটি কালার অপশনে সেল করা হবে। মোটোরোলা এই সস্তা স্মার্টফোনটি ভারতে শীঘ্রই লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here