মাত্র 451 টাকা প্রতি মাসের সহজ কিস্তিতে বাড়ি নিয়ে যান 50MP ক্যামেরা যুক্ত মোটোরোলার অসাধারণ স্মার্টফোন, জেনে নিন অফারের ডিটেইলস

অনলাইন শপিং প্ল‍্যাটফর্ম Flipkart-এ চলতি দিনে Electronics Days সেল চলছে। এই সেল চলাকালীন বহু স্মার্টফোনে দারুন ডিসকাউন্ট এবং অফার পাওয়া যাচ্ছে। আপনিও যদি নতুন ফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে Flipkart-এর Electronics Days সেলের অফারের মাধ্যমে অনেক কম বাজেটে নতুন ফোন কিনতে পারবেন। আপনার বাজেট যদি 10 হাজার থেকে 12 হাজার টাকা হয়, তাহলে আমরা আপনাকে মোটোরোলার Moto G51 স্মার্টফোনটি কেনার পরামর্শ দেবো। 5G কানেক্টিভিটি যুক্ত এই ফোনে ব্যাংক ডিসকাউন্ট সহ EMI এবং ফোন এক্সচেঞ্জ অফার‌ও পাওয়া যাবে। এই আর্টিকেলে Moto G51 5G স্মার্টফোনের অফারের সম্পর্কে ডিটেইলসে জানানো হবে।

Moto G51 5G-এর অফার

Moto G51 5G স্মার্টফোনটিকে Flipkart-এ 12,999 টাকা দামে লিস্টেড করা হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনে বহু ব্যাংক অফার পাওয়া যাচ্ছে। সিটি ব্যাংকের ডেভিড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে সম্পূর্ণ পেমেন্ট করলে 1000 টাকা, ক্রেডিট কার্ড থেকে EMI পেমেন্ট করলে 1250 টাকা এবং ব্যাংক অফ বরোদার ক্রেডিট কার্ড থেকে ফুল পেমেন্ট করলে 1500 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়া মোটোরোলার এই স্মার্টফোনটি কিস্তিতেও কেনা যাবে। ফ্লিপকার্ট থেকে মোটোরোলার এই স্মার্টফোনটিকে 451 টাকার প্রতিমাসের সহজ কিস্তিতেও কেনা যাবে।

এছাড়া ফ্লিপকার্ট থেকে মোটোরোলার এই স্মার্টফোনটি কিনলে আরও কিছু বেনিফিট পাওয়া যাবে। Flipkart-এর পক্ষ থেকে তিন মাসের Gana Plus-এর সাবস্ক্রিপশন, BYJU-এর তিনটি লাইভ ক্লাস, 201 টাকার বিটকয়েন, 6,999 টাকার Google Nest hub মাত্র 4,999 টাকায় এবং 3499 টাকার Google Nest mini মাত্র 1999 টাকায় পাওয়া যাবে।

Moto G51 5G-এর স্পেসিফিকেশন

Moto G51 5G স্মার্টফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.8 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে।মোটোরোলার এই স্মার্টফোনটিকে Qualcomm-এর Snapdragon 480+ SoC এবং Adreno 619 GPU-এর সাথে পেশ করা হয়েছে।

Moto G51 এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, এই সেট‌আপে 50MP-এর প্রাইমারি ক্যামেরা, এর সাথেই 2MP-এর ম্যাক্রো এবং 8MP-এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। মোটোরোলার এই স্মার্টফোনটি সেলফি এবং ভিডিও কলিঙের জন্য 13MP-এর ফ্রন্ট ক্যামেরা সেন্সর সাপোর্ট করে।

মোটোরোলার এই Moto G51 5G স্মার্টফোনে 5,000mAh-এর ব্যাটারি এবং 10W-এর ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনে 3.5mm অডিও পোর্ট, USB Type-C পোর্ট সহ গুগল অ্যাসিস্ট্যান্ট বোতাম দেওয়া হয়েছে। এরসাথে ফোনে ডলবি অ্যাটমস সাপোর্টের সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here