যেসব ইউজাররা ফটোগ্রাফি করা পছন্দ করেন এবং একটি অসাধারণ ক্যামেরা সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য এই Vivo X90 স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে। বর্তমানে এই ফোনটিতে 5,000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি গত বছর এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপ, 120 ওয়াট ফাস্ট চার্জিং 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অফার, নতুন দাম এবং সেলিং প্ল্যাটফর্মের ডিটেইলস সম্পর্কে।
Vivo X90 এর অফার এবং দাম
- কোম্পানি Vivo X90 5G স্মার্টফোনটিকে দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছিল। বর্তমানে ফোনের ভ্যানিলা মডেলে 5,100 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে 12GB RAM +256GB স্টোরেজ অপশন আউট অফ স্টোক রয়েছে।
- এই অফার সহ 8GB RAM +256GB স্টোরেজ অপশনের মডেল 54,899 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই মডেলটি 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
- ব্যাঙ্ক অফার হিসেবে ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
- Vivo X90 5G ফোনটি Breeze Blue এবং Asteroid Black মতো দুটি কালার অপশনে সেল করা হচ্ছে।
কোথা থেকে কেনা যাবে Vivo X90 5G ফোনটি?
5,000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট সহ শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Vivo X90 স্মার্টফোনটি কিনতে পারবেন। নিচে এই সাইটের লিঙ্ক শেয়ার করা হল। এই লিঙ্কের মাধ্যমে সমস্ত অফার দেখে নিতে পারবেন।
Vivo X90 5G ফোনটি কি কেনা উচিৎ?
যেসব ইউজাররা এমন একটি ফোন খুঁজছেন, যা আলাদা আলাদা লাইটিং কন্ডিশনে অসাধারণ ফটো এবং ভিডিও তুলতে সক্ষম, তাদের জন্য এই ফোনটি ভালো অপশন হবে। এই ফোনটিতে কার্ভ গ্লাস ডিজাইন, MediaTek Dimensity 9200 চিপসেট, 50MP IMX866 রেয়ার প্রাইমারি ক্যামেরা, 32MP সেলফি ক্যামেরা, 120W ওয়্যার ফাস্ট চার্জিং, অপ্টিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি রেটিং রয়েছে।
Vivo X90 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo X90 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, HDR10+, 300Hz টাচ ড্যাশবোর্ড রয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 3.05 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট দেওয়া হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Immortalis-G715 জিপিইউ যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এছাড়াও এই ফোনটিতে 12GB LPDDR5 RAM এবং 256GB UFS 4.0 storage স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo X90 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে f/1.75 অ্যাপার্চারযুক্ত OIS, EIS এবং LED ফ্ল্যাশ সহ 50MP Sony IMX866 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.0 অ্যাপার্চার এবং 2x অ্যাপার্চার জুম ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/1.98 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলেরই পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120 ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,810mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ওএস: Vivo X90 5G ফোনটি লেটেস্ট Android 13 এবং ফ্যানটাচ অপারেটিং সিস্টেমের সহ লঞ্চ করা হয়েছে। এতে আপডেটও দেওয়া হয়েছে।
- অন্যান্য ফিচার: কানেক্টিভিটির জন্য ফোনে 5G, 4G LTE, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.2 এর মতো ফিচারগুলি রয়েছে। একইভাবে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, aptX HD এবং হাই রেজ অডিওর মতো বিভিন্ন ফিচার যোগ করা হয়েছে।