50MP ক্যামেরা এবং 8GB RAM সহ মাত্র 11999 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A04 স্মার্টফোন, চাপের মুখে Realme-Redmi

আজ ভারতে Samsung Galaxy A04 এবং Samsung Galaxy A04e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Samsung Galaxy A04 ফোনটি 11,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হলেও Samsung Galaxy A04e ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 9,299 টাকা। উভয় স্মার্টফোনে RAM Plus ফিচার রয়েছে এবং MediaTek Helio P35 চিপসেটে রান করে। কোম্পানির নতুন Samsung Galaxy A04 ফোনটিতে 50MP Camera এবং 5,000mAh battery রয়েছে, নিচে এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল। আরও পড়ুন: মাত্র 6,999 টাকা দামে লঞ্চ হল সুন্দর ভারতীয় স্মার্টফোন, প্রতিযোগিতার মুখে চাইনিজ ব্র্যান্ড

 

Samsung Galaxy A04 এর স্পেসিফিকেশন

  • 8GB RAM (4GB+4GB)
  • 50MP Dual Rear Camera
  • MediaTek Helio P35 চিপসেট
  • 5,000mAh battery

নতুন Samsung Galaxy A04 ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশ্ন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এর নাম রাখা হয়েছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে। এই স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি এবং 16 মিলিয়ন কালার ডেপ্থ সাপোর্ট করে। ফোনটির ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.4 x 76.3 x 9.1 এমএম এবং ওজন 192 গ্রাম।

Samsung Galaxy A04 স্মার্টফোনটি Android 12 বেসড OneUI 4.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ MediaTek Helio P35 চিপসেটে রান করে। এই ফোনে 4GB RAM এর পাশাপাশি RAM Plus ফিচার রয়েছে। এর মাধ্যমে এই ফোনটির Internal RAM আরও 4GB পর্যন্ত এক্সট্রা বুস্ট করা যায় ফলে এতে মোট 8GB RAM উপভোগ করা যায়। আরও পড়ুন: Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু 

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A04 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চার যুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য় এই ফোনে f/2.2 অ্যাপার্চার যুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ডুয়েল সিম এবং 4G LTE কানেক্টিভিটি যুক্ত Samsung Galaxy A04 ফোনটিতে বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও 3.5 এমএম জ্যাক এবং ডলবি এটমসের মতো ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি গোটা দিন ব্যাকআপ দিতে সক্ষম। আরও পড়ুন: Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস  

Samsung Galaxy A04 এর দাম

নতুন Samsung Galaxy A04 ফোনটি ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 4GB RAM ও 128GB মেমরি আছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 4GB+64GB ভেরিয়েন্ট 11,999 টাকা এবং 4GB+128GB ভেরিয়েন্টে 12,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Green, Copper এবং Black কালারে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here