Paytm অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI কীভাবে ডিলিট করবেন জেনে নিন সবকিছু  

Paytm অ্যাপটি দীর্ঘ দিন ধরেই ইউজারদের মধ্যে বেশ জনপ্রিয়। এই অ্যাপটির মাধ্যমে ইউজাররা UPI থেকে টাকা ট্রান্সফার করার পাশাপাশি আরও অনেক সুবিধা পেয়ে থাকে, যেমন ফ্লাইটের টিকিট বুকিং, ট্রেন বা বাসের টিকিট, সিনেমার টিকিট বুকিং, বিল রিচার্জ এবং আরও অনেক কিছু। আজকের এই পোস্টে আপনাদের জানানো হল যে কীভাবে আপনারা Android এবং iPhone থেকে Paytm অ্যাকাউন্ট, Paytm ব্যাঙ্ক অ্যাকাউন্ট, UPI ID ডিলিট করতে পারবেন।

কীভাবে ডিলিট করবেন Paytm Account?

সবার প্রথমে জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Paytm ডিলিট করার উপায়

Android

স্টেপ 1. প্রথমে স্মার্টফোনে Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. এবার আপনাকে অ্যাপের উপরের বাম দিকে দেওয়া ‘মেনু’-তে ট্যাপ করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ অপশনে যেতে হবে এবং ‘প্রোফাইল সেটিংস’-এ ক্লিক করতে হবে।

 স্টেপ 4. এখানে আপনাদের ‘Chat With Us’ বাটনে ক্লিক করতে হবে। আপনি ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি অটোমেটেড পার্সোনাল এসিস্ট্যান্ট কলে রিডায়রেক্ট করা হবে। এখানে আপনি সব অপশন পাবেন, যার মধ্যে থেকে আপনাকে ‘I want to close/delete my account’ সিলেক্ট করতে হবে।

স্টেপ 5. এখানে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা পূরণ করতে হবে। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে ‘হ্যাঁ’ অপশনটি নির্বাচন করতে হবে। এখানে আপনার থেকে ক্যান্সেল চেকের একটি ছবিও চাওয়া হতে পারে।

স্টেপ 6. উপরে দেওয়া স্টেপগুলি অনুসরণ করে আপনার অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন শুরু হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট কিছু সময়ের মধ্যে ডিলিট হয়ে যাবে।

iPhone

স্টেপ 1. iPhone এ Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. অ্যাপের উপরের বাম কোণে প্রোফাইল মেনুতে ট্যাপ করুন।

স্টেপ 3. এখানে আপনাকে ‘হেল্প অ্যান্ড সাপোর্ট’ অপশনে ট্যাপ করতে হবে এবং ‘প্রোফাইল সেটিংস’-এ গিয়ে ‘Chat with us’ অপশনে ক্লিক করতে হবে। এখানে আপনি অনেক অপশন দেখতে পাবেন যার মধ্যে আপনাকে – ‘আই ওয়ান্ট টু ক্লোজ /ডিলিট মাই অ্যাকাউন্ট ‘ সিলেক্ট করুন।

স্টেপ 4. এখন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ সরকারি নির্দেশিকা পূরণ করতে হবে, যেখানে আপনাকে ‘হ্যাঁ’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 5. আপনার অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন শুরু হবে।

paytm থেকে ব্যাঙ্ক লিঙ্ক ডিলিট করার উপায়

আপনি যদি Paytm-এর সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করতে চান, তাহলে আপনাদের এই স্টেপগুলি অনুসরণ করতে হবে।

Android 

স্টেপ 1. প্রথমে Paytm অ্যাপ খুলুন।

স্টেপ 2. অ্যাপের উপরের বাম দিকের মেনুতে ক্লিক করুন।

স্টেপ 3. এখানে আপনাকে ‘UPI & Payment Setting এ ট্যাপ করতে হবে।

স্টেপ 4. এখন আপনাকে ‘Remove Account’ এ ক্লিক করতে হবে। এর পরে কনফার্ম করার জন্য আপনাকে ‘Yes, Remove Bank’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 5. এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেলে, Paytm-এর সাথে লিঙ্ক করা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

iPhone

স্টেপ 1. প্রথমে আপনাকে iPhone এ Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. এখন আপনাকে অ্যাপের বাম পাশের মেনুতে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘UPI & Payment Setting’-এ ক্লিক করতে হবে।

স্টেপ 4. এখন আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান সেটিতে ক্লিক করুন, ‘Remove Account এ ক্লিক করুন এবং নিশ্চিত করুন।

স্টেপ 5. এই প্রসেসটি সম্পূর্ণ হওয়ার সাথে নির্বাচিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার Paytm থেকে সরানো হবে।

জেনে নিন Paytm UPI ডিএক্টিভেট করার উপায়

আপনি যদি Paytm UPI ডিএক্টিভেট করতে চান, তাহলে Android এবং iPhone থেকে UPI রিমুভ করার উপায় জেনে নিন

Android

স্টেপ 1. প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. হোম স্ক্রিনে, আপনাকে ‘To Bank A/c’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘Settings’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ডানদিকে থাকা 3-ডট মেনুতে ট্যাপ করতে হবে।

স্টেপ 4. এখানে আপনাকে ‘Disable UPI ‘ তে ক্লিক করতে হবে। এবার নিশ্চিতকরণের জন্য ‘Ok’ তে ক্লিক করতে হবে।

iPhone

স্টেপ 1. প্রথমে আপনাকে iPhone এ Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2. অ্যাপের হোম স্ক্রিনে, আপনাকে ‘To Bank A/c’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3. এখানে আপনাকে ‘Settings এ ক্লিক করতে হবে। তার পরে এখানে Disable UPI তে ক্লিক করতে হবে।

স্টেপ 4. UPI ডিএক্টিভেট করার জন্য ‘Ok’ তে ক্লিক করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here