ভারতের প্রথম 5G টেস্টবেড লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, 6G-তেও কাজ শুরু হয়েছে জানান তিনি

5G in India : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি TRAI (টেলিকম রেগুলেটরি অথরিটি) এর রজতজয়ন্তী উদযাপনের সময় দেশের প্রথম 5G Testbed চালু করেছেন। এই 5G টেস্ট বেডের সাহায্যে কোম্পানিগুলো দেশেই তাদের প্রোডাক্ট টেস্ট এবং ভ্যালিডেট করতে পারবে। এতে কোম্পানিগুলোর বিদেশের ওপর নির্ভরশীলতা কমবে। এখনও পর্যন্ত, 5G টেস্টবেডের অভাবে কোম্পানিগুলিকে 5G নেটওয়ার্কে তাদের প্রোডাক্ট গুলো টেস্ট করার জন্য বিদেশে যেতে হত। বলা হচ্ছে Testbed স্থাপনে প্রায় 220 কোটি টাকা খরচ হয়েছে।

5G in India

TRAI-এর রজত জয়ন্তী অনুষ্ঠানের সময় এই 5G টেস্টবেড চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে 5G টেস্টবেড এর প্রতিষ্ঠা আধুনিক টেকনোলজিতে দেশের স্বনির্ভরতার দিকটি আরও মজবুত করবে৷ প্রধানমন্ত্রী মোদি এই অনুষ্ঠানে বলেন, “আমি তরুণ বন্ধু, গবেষক এবং সংস্থাগুলিকে 5G টেকনোলজি প্রস্তুত করার জন্য টেস্টিং ফেসিলিটি ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।”

এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে 5G Testbed

5G টেস্টবেডটি IIT মাদ্রাজের নেতৃত্বে আটটি ইনস্টিটিউট মিলে তৈরি করেছে। এই প্রজেক্টটি যেসব প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় তৈরি হয়েছে তাদের মধ্যে রয়েছে IIT দিল্লি, IIT হায়দ্রাবাদ, IIT Bombay, IIT কানপুর, IISc ব্যাঙ্গালোর, সোসাইটি ফর অ্যাপ্লায়েড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (SAMEER) এবং সেন্টার অফ এক্সিলেন্স ইন ওয়্যারলেস টেকনোলজি (CEWiT)।

5G এর কারণে অর্থব্যবস্থা দ্রুত গতিতে এগিয়ে যাবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আগামী দেড় দশকে ভারতীয় অর্থনীতিতে 5G টেকনোলজির অবদান প্রায় $ 450 বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে। অর্থাৎ, 5G শুধু ইন্টারনেটের গতিই বাড়াবে না, কর্মসংস্থান ও উন্নয়নও করবে। যত তাড়াতাড়ি সম্ভব দেশে 5G পরিষেবা চালু করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এর পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদি বলেন যে এই দশকের শেষ নাগাদ দেশবাসীকে 6G পরিষেবা দেওয়ার জন্য একটি টাস্কফোর্স ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here