9,299 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ 5G স্মার্টফোন! জেনে নিন অফার ডিটেইলস

যারা কম দামের স্মার্টফোন খুঁজছেন, সম্প্রতি আইটেইল তাদের জন্য কম দামের itel Zeno 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 8GB RAM (4+4) সহ মাত্র 9,299 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সস্তা স্মার্টফোনটিতে 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং সমস্ত ইউজাররাই এই ছাড় উপভোগ করতে পারবেন।

10 হাজার টাকার চেয়ে কম দামে 5জি স্মার্টফোন

  • ভারতের বাজারে itel Zeno 5G স্মার্টফোনটি 10,299 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
  • এই দামে 4GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।
  • কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে সরাসরি 1,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
  • সমস্ত ইউজাররাই এই কুপন ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
  • 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়ার জন্য কোনো ধরনের ক্রেডিট বা ডেভিট কার্ডের প্রয়োজন হবে না।
  • এই 1,000 টাকা ডিসকাউন্ট সহ 10,299 টাকা দামের স্মার্টফোনটি 9,299 টাকা দামে সেল করা হবে।
  • শপিং সাইট আমাজনের মাধ্যমে এই কম দামে স্মার্টফোনটি 9,299 টাকা দামে সেল করা হচ্ছে।
  • জানিয়ে রাখি স্মার্টফোনটি Phantom Crystal ও Opal Purple এর মতো কালার অপশনে সেল করা হচ্ছে।

এই 1,000 টাকা ডিসকাউন্ট অফার কত দিন চলবে সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। আমাজন থেকে কম দামে ফোনটি কেনার জন্য এবং itel Zeno 5G+ ফোনটির ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন

 

itel Zeno 5G এর স্পেসিফিকেশন

  • Mediatek Dimensity 6300
  • 4GB RAM + 128GB Storage
  • 4GB Memory Fusion
  • 6.67″ HD+ 120Hz Display
  • 50MP Rear Camera
  • 8MP Front Camera
  • 18W 5,000mAh Battery

ডিসপ্লে

itel Zeno 5G স্মার্টফোনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ IPS প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট ও 260 পিপিআই সাপোর্ট করে।

প্রসেসর

itel Zeno 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A76 কোর রয়েছে।

স্টোরেজ

এই স্মার্টফোনটিতে ‘মেমরি ফিউশন’ টেকনোলজি রয়েছে। স্মার্টফোনটিতে 4GB RAM ভেরিয়েন্টে 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4GB + 4GB) এর পারফরমেন্স পাওয়া যায়। অন্যদিকে 6GB RAM ভেরিয়েন্টে 6GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (6GB + 6GB) এক্সপিরিয়েন্স উপভোগ করা যায়। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM ফিচার সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা মেমরি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য itel Zeno 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লাইট সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য itel Zeno 5G স্মার্টফোনের শক্তিশালী 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 18W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 32 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। জানিয়ে রাখি ফোনটির বক্সের সঙ্গে 10W চার্জার দেওয়া হচ্ছে।

itel Zeno 5G এর ফিচার

  • itel Zeno 5G স্মার্টফোনের সিকিউরিটির জন্য এতে PANDA MN228 লেয়ার বাড়ানো হয়েছে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 20°C থেকে 70°C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP54 রেটিং দেওয়া হয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে aivana এআই অ্যাসিস্টেন্স দেওয়া হয়েছে। এটি Siri বা Alexa এর মতো কাজ করবে।
  • itel Zeno 5G স্মার্টফোনে 10 5G Bands সাপোর্ট করে।
  • ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটি 4,26,000+ AnTuTu স্কোর পেয়েছে।
  • এই স্মার্টফোনটিতে IR Blaster রয়েছে, এটি স্মার্ট রিমোটের মতো কাজ করবে।

itel Zeno 5G এর প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোন লঞ্চ প্রাইস
Acer Super Zx 9,999 টাকা
Redmi 14C 9,999 টাকা
Samsung Galaxy F06 9,999 টাকা

 

  • Acer Super Zx: 64MP Sony AI ক্যামেরা, FHD+ ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং ফিচার
  • Redmi 14C 5G: 5160mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6.99″ 120Hz ডিসপ্লে
  • Samsung Galaxy F06: Dimensity 6300 প্রসেসর, 50MP Dual রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here