ভারতে লঞ্চ হল Nokia X30 5G স্মার্টফোন, কোম্পানির কথা অনুযায়ী most eco-friendly smartphone! দেখে নিন এতে কি আলাদা আছে

Highlights

  • 8GB RAM + 256GB স্টোরেজসহ লঞ্চ হল Nokia X30 5G স্মার্টফোন।
  • ফোনটির সঙ্গে ফ্রি পাওয়া যাবে 33W fast charger এবং Nokia earbuds।
  • 100% রিসাইকেলড অ্যালুমিনিয়াম এবং 65% রিসাইকেলড প্লাস্টিক দিয়ে তৈরি Nokia X30 5G ফোনটি।

আজই খবর পাওয়া গিয়েছিল আগামী 20 ফেব্রুয়ারি থেকে ভারতে Nokia X30 5G ফোনটি সেল করা হবে। এই ঘোষণার পর কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম এবং স্পেস্ফিকেশনও প্রকাশ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটিকে most eco-friendly smartphone বলে জানিয়েছে যা 100% রিসাইকেলড অ্যালুমিনিয়াম এবং 65% রিসাইকেলড প্লাস্টিক ব্যাবহার করে তৈরি করা হয়েছে। নিচে এই ফোনটির দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: Vivo V27 সিরিজের লঞ্চ কনফার্ম, ফ্লিপকার্টে লাইভ হল প্রোডাক্ট পেজ, জেনে নিন ডিটেইলস

Nokia X30 5G এর দাম

ভারতে Nokia X30 5G ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB storage যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 48,999 টাকা। আজ থেকেই ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 20 ফেব্রুয়ারি থেকে Cloudy Blue ও Ice White কালার ভেরিয়েন্টে এই ফোনটি সেল করা হবে। অফারে এই ফোনের সঙ্গে বিনামূল্যে 33W fast charger এবং Nokia earbuds দেওয়া হবে।

Nokia X30 5G এর স্পেসিফিকেশন

  • 6.43″ 90Hz AMOLED display
  • 8GB RAM + 256GB storage
  • Qualcomm Snapdragon 695
  • 50MP + 13MP rear camera
  • 33W 4,200mAh battery

কোম্পানির নতুন Nokia X30 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.43 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 90 হার্টস রিফ্রেশরেট এবং 700 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে। আরও পড়ুন: চীনা স্মার্টফোনগুলিকে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 2 5G ফোন, জেনে নিন ডিটেইলস

প্রসেসিঙের জন্য Nokia X30 5G তে Qualcomm Snapdragon 695 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা 3 বছর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট এবং 3 বছর ওয়ারেন্টি পাবে। ভারতের বাজারে এই ফোনটি 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনটির ক্যামেরা লেন্স পর্যন্ত গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত। আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত Samsung Galaxy A54 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Nokia X30 5G ফোনটিকে ওয়াটার এবং ডাস্ট প্রুফ তৈরি করার জন্য এটিকে IP67 রেটিং দেওয়া হয়েছে। আইআর ব্লাস্টার ও এনএফসির পাশাপাশি এই ফোনে অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here