Samsung লঞ্চ করতে চলেছে নতুন Galaxy A37 5G স্মার্টফোন, মিড রেঞ্জে পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটি

মার্চ মাসে স্যামসাঙ তাদের মিড বাজেট রেঞ্জে প্রিমিয়াম Samsung Galaxy A36 5G ফোনটি ভারতে লঞ্চ করেছিল। এই ফোনটি 30,999 টাকা দামে সেল করা হয়। এবার কোম্পানি Samsung Galaxy A36 5G ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A37 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির ইন্টারনাল টেস্ট সার্ভারে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির মডেল নাম্বার ডিটেইলস প্রকাশ্যে এসেছে।

একজন অখিলেশ নামের ব্যাক্তির মাধ্যমে Samsung Galaxy A37 5G ফোনটির ডিটেইলস ডিক্রিপ্ট করা হয়েছে এবং এই তথ্যটি গিজমোচাইনা ওয়েবসাইটে লিস্টেড হয়েছিল। স্যামসাঙের ইন্টারনাল টেস্ট সার্ভারে আপকামিং ফোনটি SM-A376U মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের অফিসিয়াল নাম সম্পর্কে জানানো হয়নি, তবে এই ফোনটি Galaxy A37 নামে পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এর আগে কোম্পানির Galaxy A36 ফোনটির মডেল নাম্বার SM-A366U ছিল।

জানিয়ে রাখি মডেল নাম্বারে উপস্থিত ‘U’ সফিক্সের জন্য এটি আমেরিকি মডেল বলে বোঝা যাচ্ছে। যদি এটি ভারতীয় মডেল হত, তবে ‘U’ এর পরিবর্তে ‘E’ সফিক্স দেখা যেত। যেমন আপকামিং Galaxy A37ফোনটি যদি ভারতের বাজারে লঞ্চ করা হয়, তাহলে SM-A376E মডেল নাম্বার দেওয়া হবে। এখনও পর্যন্ত Samsung Galaxy A37 5G ফোনের সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। এই বিষয়ে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

Samsung Galaxy A36 5G ফোনটির দাম প্রাথমিক দাম 30,999 টাকা রাখা হয়েছে। এটি ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম। একইভাবে 8GB + 256GB স্টোরেজ অপশন 33,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশন 36,999 টাকা দামে সেল করা হয়। এই স্যামসাঙ ফোনটি Awesome Black, Awesome Lavender, এবং Awesome White কালার অপশনে লঞ্চ করা হয়েছিল।

Samsung Galaxy A36 5G ফোনটিরতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। একইভাবে গ্রাফিক্সের জন্য এতে Adreno 710 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েডের উপর নির্ভর করে One UI 7 সহ কাজ করে। কোম্পানির ফোনটিতে 6 বছরের সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশনের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড দেওয়া হয়েছে।

Galaxy A36 ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1900 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনটিতে Corning Gorilla Glass Victus+ এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি রয়েছে এবং চার্জ করার জন্য 45ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Galaxy A36 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর, f/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (রচার), এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here