কিভাবে পাওয়া যাবে 4G SIM-এ 5G সার্ভিস, জেনে নিন বিস্তারিত

এই মাসের শুরুতে ভারতে অফিসিয়ালি 5G Service এর সূচনা হয়ে গেছে এবং কয়েক দিন আগেই দেশে Airtel 5G ও Jio 5G পরিষেবাও লাইভ করে দেওয়া হয়েছে। বর্তমানে 5G launch এর পর অনেকেই মনে করছেন তাদের পুরনো 4G SIM card কি করবেন এবং 4G SIM-এ 5G পরিষেবা কিভাবে উপভোগ করবেন? 5G ব্যাবহারের জন্য কি 5G SIM-এর প্রয়োজন হবে? যদি আপনার মনেও এই জাতীয় প্রশ্ন জেগে থাকে তবে এই পোস্টে সেইসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। চলুন তবে বিস্তারিত জেনে নেওয়া যাক। আরও পড়ুন: Ola S1 Pro নাকি Vida V1 Pro, জেনে নিন কোন ই-স্কুটারটি বেশি শক্তিশালী

5G সিম প্রয়োজন

সবার আগে জানাই 5G সার্ভিস উপভোগ করার জন্য 5G SIM প্রয়োজন হবে কি না। জানিয়ে রাখি ইতিমধ্যে এয়ারটেল এবং জিও জানিয়ে দিয়েছে তাদের 5G পরিষেবা ব্যাবহারের জন্য ইউজারদের 5G SIM নেওয়ার প্রয়োজন নেই। যাদের কাছে লেটেস্ট 4জি সিম রয়েছে সেই সিমগুলি আগে থেকেই 5G সাপোর্ট করে। অর্থাৎ 4G SIM-এই 5G সার্ভিস পাওয়া যাবে। তবে 5G পরিষেবা উপভোগের জন্য একটি 5G স্মার্টফোন অবশ্যই দরকার।

অর্থাৎ বোঝাই যাচ্ছে Airtel এবং Reliance Jio এর 5G সার্ভিস উপভোগের জন্য নতুন সিম কার্ড কেনা একেবারেই অনাবশ্যক। বর্তমান 4G সিমগুলিই 5G সাপোর্ট করে। তবে দেখে নেওয়া দরকার ইউজারদের 4G SIM card আপডেটেড নতুন সিম কি না। আরও পড়ুন: 4G এর তুলনায় কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছে 5G? জেনে নিন বিস্তারিত

4G SIM-এ কিভাবে পাবেন 5G সার্ভিস?

আপনার এলাকায় 5G পরিষেবা রোলআউট হলে আপনার 4G SIM যুক্ত 5G স্মার্টফোনে কিছু সেটিংস পরিবর্তন করতে হবে।

  • প্রথমে স্মার্টফোনের ‘সেটিংস’ অ্যাপ ওপেন করুন।
  • এরপর ‘মোবাইল নেটওয়ার্ক’ সিলেক্ট করুন।
  • যে সিমে 4G এর জায়গায় 5G অন করতে চান সেটি বাছাই করুন।
  • এখানে ‘Preferred network type’ অপশন দেখতে পাবেন।
  • এতে ট্যাপ করুন এবং 5G নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করুন।
  • আপনার এলাকায় 5G সার্ভিস চালু হয়ে গিয়ে থাকলে আগামী কয়েক মিনিটের মধ্যে ফোনের স্ট্যাটাস বারে 5G সাইন দেখা যাবে। আরও পড়ুন: সাবধান! চার্জিং এর নামে চুরি হচ্ছে ডেটা, এইসব জায়গায় চার্জ দিলেই হ্যাক হচ্ছে ফোন!

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here