5G launch in India ওইরকম মিষ্টির মত হয়ে গেছে, হাতে আছে, কিন্তু মুখ পর্যন্ত পৌঁছাতে পারছে না। দেশে 5G নেটওয়ার্কে বহু দিন ধরেই কাজ চলছে এবং কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিলো যে জুলাই 2022-এ ভারতে 5G spectrum auction হয়ে যাবে। 5G স্পেকট্রাম নিলামি হওয়ার পরে 15 আগস্ট অফিশিয়ালি ভারতে 5G Network লঞ্চ করার কথা জানা গিয়েছিল। কিন্তু আবার 5জি-এর অপেক্ষায় আবারও নতুন বাধা সৃষ্টি হলো। খবর অনুযায়ী আগামী মাসে লঞ্চ হওয়া 5জি স্পেকট্রাম অকশন এখন অস্থায়ী সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এবং স্পেকট্রাম নিলামী থেকে শুরু করে 5g deployment, এই সব কিছুর তারিখ আরও পিছিয়ে দেওয়া হয়েছে।
ভারতে 5জি নেটওয়ার্কের সম্পর্কে বলা হচ্ছে, যে জুলাই মাসে স্পেকট্রাম নিলামী পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে এবং 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন কমার্শিয়ালি রোল আউট করে দেওয়া যেতে পারে। কিন্তু পরিস্থিতি পরিবর্তনের জন্য 5জি নেটওয়ার্কের জন্য আরও অপেক্ষা করতে হতে পারে। বলে দিই, যে ভারতে 5জি নেটওয়ার্কের কাজ সঠিক গতিতেই চলছে। কিন্তু এইবার লঞ্চ পিছিয়ে যাওয়ার কারণ হলো Jio, Airtel এবং Vi এর মত telecom service providers এবং Google, Amazon, Nokia, Cisco এবং TCS এর মত tech companies-দের মধ্যে সহমত না হওয়াই প্রধান কারন।
5G-এর দেরির কারণ
দেশে 5জি স্পেকট্রামের জন্য টেলিকম কোম্পানি এবং টেক কোম্পানির মধ্যে মতাভেদ দেখা গিয়েছে। পাঠকদের সোজা ভাষায় বলা যেতে পারে নেটওয়ার্ক ডিপ্লয়মেন্টের জন্য টেলিকম কোম্পানি গুলিকেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আগে দেশে 3G এবং 4G সার্ভিস প্রোভাইড কেবলমাত্র টেলিকম কোম্পানি গুলিই করতে পারতো। কিন্তু এই বার সরকার এমন কোনো সিন্ধান্ত গ্রহণ করেনি।
এইবার ভারতে প্রাইভেট 5জি নেটওয়ার্কের লাইসেন্স শুধু জিও, এয়ারটেল, ভিই-কে দেওয়া হয়নি, এর সাথেই গুগল, টাটা, মেটা, সিস্কো, নোকিয়া, বিআইএফ-এদের মত কোম্পানি গুলিকেও নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এই জিনিসটাই আমাদের দেশের কোম্পানি গুলির পছন্দ হচ্ছে না।
Private 5G networks vs Public telecom network
Private 5G networks-এ টেক কোম্পানি গুলির অংশিদারি Jio, Airtel এবং Vi কোম্পানিদের অসুবিধার প্রধান কারন এবং এখন এই কোম্পানিগুলি চাইছে যে শুধুমাত্র টেলিকম কোম্পানি গুলি নিজের নেটওয়ার্কের মাধ্যমে 5জি নেটওয়ার্ক সার্ভিস উপলদ্ধ করাবে। আপনাদের বলে দিই, যে মোবাইলের সিমে যে 5জি নেটওয়ার্ক চলবে, সেটি সম্পূর্ণ এই কোম্পানি গুলির হতে চলেছে, কিন্তু 5জি মোবাইল বা ইন্টারনেট পর্যন্তই সীমিত থাকবে না। এই নেটওয়ার্কে IoT, LAN এবং বিজনেস নেটওয়ার্কেও 5জির সাথে সংযুক্ত করা হবে।
Cisco, TCS, Google, এবং Nokia এর মত বহু কোম্পানি আছে, যারা প্রায়ভেট সেক্টরে 5জি নেটওয়ার্ক উপলদ্ধ করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হসপিটাল, শিক্ষা সংস্থা, ফ্যাক্টরি, হোটেল, মল, এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশনের মত জায়গায় এই সমস্ত কোম্পানি গুলি 5জি নেটওয়ার্ক উপলদ্ধ করাবে এবং এই কারনেই এইবার 5জি নেটওয়ার্ক স্পেকট্রাম নিলামের তালিকায় এদের নামও আছে। এই গুলি প্রাইভেট নেটওয়ার্ক হতে চলেছে, যা পাব্লিক নেটওয়ার্কের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে কাজ করবে। এই সমস্যার জন্যই জিও, এয়ারটেল, ভিআই নিজের সহমত দিচ্ছে না, ফলে স্পেকট্রাম নিলামের তারিখ আবারও পিছিয়ে গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন